সায়েন্সল্যাব মোড় অবরোধ করেছেন সাত কলেজ শিক্ষার্থীরা।
সাত কলেজের শিক্ষার্থীরা সায়েন্সল্যাব মোড় অবরোধ করেছেন। মঙ্গলবার (২৯ অক্টোবর) দুপুর ১২টার পর ঢাকা কলেজ থেকে মিছিল নিয়ে এসে তারা সড়ক অবরোধ করেন। এতে সায়েন্সল্যাব এলাকায় সব ধরনের যান চলাচল বন্ধ হয়ে যায়।
এ সময় আন্দোলনরত শিক্ষার্থীরা ‘অধিভুক্তি নাকি মুক্তি, মুক্তি, মুক্তি’, ‘শিক্ষা নিয়ে বাণিজ্য, মানি না, মানব না’, ‘আর নয় দাসত্ব, হতে চাই স্বতন্ত্র’, ‘ঢাবির জায়গায় ঢাবি থাক, ‘প্রশাসনের প্রহসন, মানি না মানব না’ ইত্যাদি স্লোগান দিতে দেখা যায়।
সায়েন্সল্যাব ও আশপাশে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী সতর্ক অবস্থানে রয়েছে।
প্রসঙ্গত, আন্দোলন শুরু হওয়ার কথা ছিল বেলা ১১ টায়। কিন্তু তা এক ঘণ্টা পর শুরু হয়। গত এক সপ্তাহ ধরে ঢাবি অধিভুক্ত সাত কলেজের শিক্ষার্থীরা শিক্ষা সংকট দূর করার দাবিতে আন্দোলন করছেন।
আপন দেশ/এমবি
মন্তব্য করুন ।। খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত,আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।