মোহাম্মদ একরামুল করিম চৌধুরী। ফাইল ছবি
মোহাম্মদ একরামুল করিম চৌধুরীকে দুই দিনের রিমান্ড শেষে কারাগারে পাঠানো হয়েছে। তিনি নোয়াখালী-৪ আসনের সাবেক এমপি।
বুধবার (৩০ অক্টোবর) নোয়াখালী চীফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের বিচারক ইকবাল হোসাইন এ আদেশ দেন।
মামলার তদন্তকারী কর্মকর্তা সুধারাম মডেল থানার পুলিশ পরিদর্শক মো. সাবজেল হোসেন এ তথ্য নিশ্চিত করেন।
এর আগে, গত ১ অক্টোবর রাতে চট্টগ্রাম মহানগরীর খুলশী এলাকা থেকে তাকে গ্রেফতার করে র্যাব। দুই দিনের রিমান্ড শেষে সকালে আদালতে হাজির করা হয়। শুনানি না থাকায় আদালত তাকে কারাগারে পাঠানোর নির্দেশ দেয়।
উল্লেখ্য, ২০১৩ সালে ট্রাক শ্রমিক খোকন নিহত হন। এতে এ বছরের ৮ সেপ্টেম্বর আওয়ামী লীগের ৫৩ নেতাকর্মীর বিরুদ্ধে মামলা হয়। এ মামলায় একরামুল করিম চৌধুরীকে প্রধান আসামি করা হয়। খোকনের বাবা মজিবুল হক বাদী হয়ে সুধারাম মডেল থানায় এ মামলা করেন।
আপন দেশ/এমবি
মন্তব্য করুন ।। খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত,আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।