Apan Desh | আপন দেশ

৫ আগস্টের আগে-পরে মানবাধিকার লঙ্ঘন গ্রহণযোগ্য নয়: ভলকার তুর্ক

নিজস্ব প্রতিবদেক

প্রকাশিত: ২১:৩৮, ৩০ অক্টোবর ২০২৪

আপডেট: ২১:৪০, ৩০ অক্টোবর ২০২৪

৫ আগস্টের আগে-পরে মানবাধিকার লঙ্ঘন গ্রহণযোগ্য নয়: ভলকার তুর্ক

জাতিসংঘের মানবাধিকার কমিশনার ভলকার তুর্ক: ফাইল ছবি

৫ আগস্টের আগে বা পরে কোনো মানবাধিকার লঙ্ঘন গ্রহণযোগ্য নয়। এ মন্তব্য করেছেন জাতিসংঘের মানবাধিকার কমিশনার ভলকার তুর্ক।

বুধবার (৩০ অক্টোবর) বাংলাদেশে এক সংবাদ সম্মেলনে এ মন্তব্য করেন তিনি।

ভলকার তুর্ক বলেন, সকল অপরাধীর বিচারের আওতায় আনা উচিত। তিনি বাংলাদেশের তরুণ-তরুণীদের প্রসংসা করেন, যারা বঞ্চনার বিরুদ্ধে রাস্তায় নেমে নিজেদের দাবি তুলে ধরেছেন।

তিনি বলেন, দেশে যথেষ্ট ভিন্নমত দমন করা হয়েছে। দুর্নীতি ও ক্ষমতার অপব্যবহার ঘটেছে। মানবাধিকার ও সামাজিক ন্যায়বিচার ছিল তাদের মূল দাবি।

তুর্ক বলেন, এবার ন্যায়বিচার হতে হবে। এবারের সংস্কার অবশ্যই টেকসই হতে হবে। যেন গত কয়েক দশকের অপমানজনক চর্চার পুনরাবৃত্তি না ঘটে।

তিনি আরও বলেন, শিক্ষার্থীরা আমাকে জানিয়েছেন, তাদের বক্তব্য প্রকাশের জন্য রাস্তায় নামা ছাড়া আর কোনো উপায় ছিল না।

আপন দেশ/এমবি

মন্তব্য করুন ।। খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত,আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।

শেয়ার করুনঃ

সর্বশেষ

জনপ্রিয়