Apan Desh | আপন দেশ

রাজধানীতে পুলিশ-সেনাবাহিনীর গাড়িতে আগুন

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ১১:৩৬, ৩১ অক্টোবর ২০২৪

আপডেট: ১৩:২১, ৩১ অক্টোবর ২০২৪

রাজধানীতে পুলিশ-সেনাবাহিনীর গাড়িতে আগুন

আগুনে পুড়ছে সেনাবাহিনীর গাড়ি -আপন দেশ

রাজধানীর কচুক্ষেত এলাকায় গার্মেন্টস শ্রমিকদের আন্দোলন চলাকালে  পুলিশের লেগুনাে ও সেনাবাহিনীর একটি গাড়িতে দেয়ার ঘটনা ঘটেছে। এসময় আল আমিন ও রুমা বেগম নামে দুই শ্রমিক গুলিবিদ্ধ হয়েছেন।

বৃহস্পতিবার (৩১ অক্টোবর) সকাল ১০টার দিকে এ ঘটনা ঘটে। ফায়ার সার্ভিসের দুটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে এনেছে। এতে তাৎক্ষণিকভাবে হতাহতের তথ্য পাওয়া যায়নি।

ফায়ার সার্ভিসের নিয়ন্ত্রণ কক্ষের ডিউটি অফিসার লিমা খানম আগুনের বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি বলেন, কচুক্ষেত এলাকায় সেনাবাহিনীর একটি গাড়িতে এবং পুলিশের একটি লেগুনায় আগুনের ঘটনা ঘটে। আমাদের দুটি ইউনিট আগুন নিয়ন্ত্রণে কাজ করেছে।

প্রত্যক্ষদর্শীরা জানান, ডায়না গার্মেন্টসের শ্রমিকেরা বিভিন্ন দাবিতে কচুক্ষেত সড়কে বিক্ষোভ করেন। এক পর্যায়ে রাস্তা অবরোধের চেষ্টা করেন তাঁরা। পুলিশ ও সেনাবাহিনী শ্রমিকদের শান্ত করতে আসলে তাদের ওপর ইট–পাটকেল ছুড়তে থাকেন আন্দোলনকারীরা। আত্মরক্ষায় পুলিশ লাঠিচার্জ করে।

এ সময় সেনাবাহিনীর গাড়ি ও পুলিশের গাড়িতে ভাঙচুর ও আগুন ধরিয়ে দেন শ্রমিকেরা। পরিস্থিতি নিয়ন্ত্রণে সেনাবাহিনী কঠোর অবস্থানে যায়। পুরো এলাকা বন্ধ করে চলাচল নিয়ন্ত্রণ করা হয়। পরিস্থিতি থমথমে এখনও।

শ্রমিকদের আন্দোলন চলাকালে একজন বহিরাগত দুটি যানবাহনে আগুন ধরিয়ে দেন বলে প্রাথমিকভাবে জানা গেছে।

আপন দেশ/মাসুম

মন্তব্য করুন ।। খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত,আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।

শেয়ার করুনঃ

সর্বশেষ

জনপ্রিয়