Apan Desh | আপন দেশ

ইসি গঠনে ৬ সদস্যের অনুসন্ধান কমিটি

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ১৩:০৩, ৩১ অক্টোবর ২০২৪

আপডেট: ১৪:৩১, ৩১ অক্টোবর ২০২৪

ইসি গঠনে ৬ সদস্যের অনুসন্ধান কমিটি

নির্বাচন কমিশন ভবন -ফাইল ছবি

নির্বাচন কমিশন (ইসি) গঠনে ৬ সদস্যের অনুসন্ধান কমিটি গঠন করেছে মন্ত্রিপরিষদ বিভাগ।

বৃহস্পতিবার (৩১ অক্টোবর) মন্ত্রিপরিষদ সচিব ড. শেখ আব্দুর রশীদ স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়।

নির্বাচন কমিশন (ইসি) গঠনে ছয় সদস্য বিশিষ্ট সার্চ কমিটির সভাপতি আপিল বিভাগের জ্যেষ্ঠ বিচারপতি জুবায়ের রহমান চৌধুরী।

কমিটিতে সদস্য হিসেবে রয়েছেন হাইকোর্টের জ্যেষ্ঠ বিচারপতি এ কে এম আসাদুজ্জামান। রাষ্ট্রপতি মনোনীত দুজন বিশিষ্ট নাগরিক বাংলাদেশ সরকারি কর্ম কমিশনের (পিএসসি) সাবেক চেয়ারম্যান অধ্যাপক জিন্নাতুন নেছা তাহমিদা বেগম ও ঢাকা বিশ্ববিদ্যালয়ের আন্তর্জাতিক সম্পর্ক বিভাগের সাবেক অধ্যাপক চৌধুরী রফিকুল আবরার।

এছাড়া আইন অনুযায়ী পদাধিকারবলে সদস্য হিসেবে আছেন বাংলাদেশের মহাহিসাব নিরীক্ষক ও নিয়ন্ত্রক মো. নূরুল ইসলাম এবং পিএসসির চেয়ারম্যান মোবাশ্বের মোনেম।

এরআগে সার্চ কমিটি পুনর্গঠনের জন্য দুই বিচারপতির নাম প্রস্তাব করা হয় সম্প্রতি। কমিটির সভাপতি হিসেবে বিচারপতি জুবায়ের রহমান চৌধুরীর নামও প্রস্তাব করা হয় তখন। প্রধান নির্বাচন কমিশনার এবং অন্যান্য নির্বাচন কমিশনার নিয়োগ দিতে ৬ সদস্যের সার্চ কমিটির বিধান রয়েছে।

আপন দেশ/মাসুম

মন্তব্য করুন ।। খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত,আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।

সম্পর্কিত বিষয়:

শেয়ার করুনঃ

সর্বশেষ

জনপ্রিয়