পররাষ্ট্র উপদেষ্টা মো. তৌহিদ হোসেনের সঙ্গে সাক্ষাৎ করেন অস্ট্রেলিয়ার স্বরাষ্ট্রমন্ত্রী টনি বার্ক
রোহিঙ্গাদের মিয়ানমারে ফিরে যাওয়াই একমাত্র সমাধান। এ মন্তব্য করেছেন পররাষ্ট্র উপদেষ্টা মো. তৌহিদ হোসেন। তিনি বলেন, রোহিঙ্গা সমস্যার সমাধান করা না হলে এটি প্রসারিত হয়ে বিশ্বের জন্য সমস্যা সৃষ্টি হবে।
বৃহস্পতিবার (৩১ অক্টোবর) অস্ট্রেলিয়ার স্বরাষ্ট্র, শিল্প, সাইবার নিরাপত্তা, অভিবাসন ও বহুসংস্কৃতি-বিষয়ক মন্ত্রী টনি বার্কের সঙ্গে সাক্ষাৎকালে এসব কথা বলেন তিনি।
বাংলাদেশে আশ্রিত রোহিঙ্গাদের জন্য অস্ট্রেলিয়ার নৈতিক ও বস্তুগত সহায়তার প্রশংসা করেন পররাষ্ট্র উপদেষ্টা। এ সময় মিয়ানমারের ওপর আন্তর্জাতিক চাপ বাড়ানোরও আহবান জানান।
পররাষ্ট্র উপদেষ্টা বাংলাদেশ সফরের জন্য অস্ট্রেলিয়ার মন্ত্রীকে ধন্যবাদ জানান। এছাড়া তাকে বাংলাদেশে ছাত্রদের নেতৃত্বাধীন গণঅভ্যুত্থানের পটভূমি ও উদ্দীপনা সম্পর্কে অবহিত করে বলেন, বর্তমান অন্তর্বর্তী সরকার এ গণঅভ্যুত্থানেরই ফসল।
অস্ট্রেলিয়ার মন্ত্রী টনি বার্ক বলেন, অস্ট্রেলিয়ায় বাংলাদেশি সম্প্রদায়ের প্রতি তার সমর্থন রয়েছে। তিনি বাংলাদেশ সরকারের সংস্কারের প্রতি আস্থা প্রকাশ করেন।
তিনি নিরাপদ ও নিয়মিত অভিবাসনের প্রয়োজনীয়তার ওপর জোর দেন। যাতে অনিয়মিত অভিবাসন কমে আসে। পররাষ্ট্র উপদেষ্টা এ বিষয়ে উভয় পক্ষের কার্যকর পদক্ষেপের গুরুত্ব তুলে ধরেন।
অস্ট্রেলিয়ায় বাংলাদেশি শিক্ষার্থীদের ভর্তির সুযোগ বৃদ্ধির বিষয়েও আলোচনা হয়। বৈঠকে বাংলাদেশ হাইকমিশনার এম. আল্লামা সিদ্দিকি ও পররাষ্ট্র মন্ত্রণালয়ের মহাপরিচালক মোহাম্মাদ নূরে আলম উপস্থিত ছিলেন।
আপন দেশ/এমবি
মন্তব্য করুন ।। খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত,আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।