ছবি: আপন দেশ
গান বাংলা টিভির চেয়ারম্যান কৌশিক হোসেন তাপসকে উত্তরা পূর্ব থানায় দায়ের করা হত্যাচেষ্টা মামলায় ডিবিতে নেয়া হয়েছে। এর আগে তাপসকে সোমবার (৪ নভেম্বর) ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে হাজির করা হয়।
মামলার তদন্ত কর্মকর্তা উপপরিদর্শক মো. মহিবুল্লাহ তাপসকে সাত দিনের রিমান্ডে নিতে আবেদন করেন। অপরদিকে তাপসের আইনজীবী জামিন চেয়ে আবেদন করেন। তবে তদন্ত কর্মকর্তা উপস্থিত না থাকায় ম্যাজিস্ট্রেট সাইফুজ্জামান রিমান্ড শুনানির জন্য ৬ নভেম্বর দিন ধার্য করেন।
এর আগে সোমবার উত্তরা থেকে তাপসকে গ্রেফতার করে পুলিশ। জানা যায়, গত ১৮ জুলাই বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সময়ে ইশতিয়াক মাহমুদ নামে এক ব্যবসায়ী কর্মসূচিতে অংশ নেন। সেখানে আওয়ামী লীগ, যুবলীগ ও ছাত্রলীগ নেতাদের গুলিবর্ষণে ইশতিয়াক গুরুতর আহত হন।
এ ঘটনায় ২৯ সেপ্টেম্বর ইশতিয়াক উত্তরা পূর্ব থানায় হত্যাচেষ্টা মামলা দায়ের করেন। মামলায় সাবেক আইজিপি আব্দুল্লাহ আল মামুনসহ ১২৬ জনকে আসামি করা হয়। কৌশিক হোসেন তাপস এ মামলার এজহারভুক্ত আসামি।
আপন দেশ/এমবি
মন্তব্য করুন ।। খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত,আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।