এস আলম গ্রুপ
নিলামে উঠছে এস আলম গ্রুপের সব সম্পদ। খেলাপি ঋণ আদায়ে এস আলম গ্রুপের সম্পত্তি নিলামের তোলার ঘোষণা দিয়েছে রাষ্ট্রায়ত্ত জনতা ব্যাংক। এক হাজার ৮৫০ কোটি টাকার ঋণ আদায়ে গ্রুপটির সহযোগী প্রতিষ্ঠান গ্লোবাল ট্রেডিং কর্পোরেশন লিমিটেডের জামানত সম্পত্তি আগামী ২০ নভেম্বর নিলামে তোলা হবে। যদিও জামানত রাখা সম্পত্তির বাজারমূল্যে খেলাপি ঋণের ৫ গুণ কম।
শুক্রবার (১ নভেম্বর) পত্রিকায় প্রকাশিত নিলাম সংক্রান্ত বিজ্ঞপ্তিতে এ তথ্য জানায় জনতা ব্যাংক।
ব্যাংকের তথ্য অনুযায়ী, এ ঋণের বিপরীতে বন্ধক রাখা হয়েছে চট্টগ্রাম ও গাজীপুরে এস আলম গ্রুপের ১৮৬০ শতাংশ জমি, যার বাজারমূল্য সর্বোচ্চ ৩৫৮ কোটি টাকা। এ দাম পাওনা টাকার চেয়ে প্রায় পাঁচ গুণ কম।
আরও পড়ুন>>>ভারতের অর্থনীতিতে ঝাকুনি দিল ড. ইউনূস
জনতা ব্যাংক জানিয়েছে, এ সম্পত্তি বিক্রি করে খেলাপি ঋণ পুরোপুরি আদায় করা সম্ভব নয়। বকেয়া বাকি টাকা আদায়ে আরও আইনি পদক্ষেপের প্রয়োজন হতে পারে। অর্থঋণ আদালত আইনের ১২(৩) ধারা অনুযায়ী ব্যাংক মামলা করার আগেই জামানতের সম্পত্তি বিক্রি করে টাকা আদায় সম্ভব।
বাংলাদেশের কম্পট্রোলার অ্যান্ড অডিটর জেনারেল (সিএজি)-এর ২০২১ সালের এক নিরীক্ষা প্রতিবেদন সূত্রে জানা গেছে, বাংলাদেশ ব্যাংকের নির্দেশিকা না মেনে অতিরিক্ত ঋণ নিয়েছে গ্লোবাল ট্রেডিং করপোরেশন।
আরও পড়ুন>>>কনস্টেবলের চাকরি পাচ্ছে ৩৫৭৪ আ.লীগার
প্রতিবেদনে বলা হয়, ২০১২ সালে সাধারণ বীমা ভবনে অবস্থিত জনতা ব্যাংকের চট্টগ্রাম করপোরেট শাখা থেকে গ্লোবাল ট্রেডিং করপোরেশন প্রাথমিকভাবে ৬৫০ কোটি টাকা ঋণ নেয়। সুদাসল মিলিয়ে ঋণের পরিমাণ ২০২৪ সালের সেপ্টেম্বরে এক হাজার ৮৫০ কোটি টাকায় উন্নীত হয়েছে।
আপন দেশ/কেএইচ
মন্তব্য করুন ।। খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত,আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।