Apan Desh | আপন দেশ

বাংলাদেশের সংস্কার উদ্যোগে পূর্ণ সমর্থন ইইউর 

নিজস্ব প্রতিবদেক

প্রকাশিত: ১৮:৩২, ৬ নভেম্বর ২০২৪

বাংলাদেশের সংস্কার উদ্যোগে পূর্ণ সমর্থন ইইউর 

প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূসের সঙ্গে ইইউ রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ। ছবি : সংগৃহীত

ইউরোপীয় ইউনিয়ন (ইইউ) অন্তর্বর্তী সরকারের সংস্কার কার্যক্রম ও দুর্নীতির বিরুদ্ধে লড়াইয়ে সহায়তা করতে প্রস্তুত। বুধবার (৬ নভেম্বর) ঢাকায় ইইউর রাষ্ট্রদূত মাইকেল মিলার ও এক্সটার্নাল অ্যাকশন সার্ভিসের এশিয়া ও প্যাসিফিক বিভাগের পরিচালক পাওলা পামপোলিনি প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূসের সঙ্গে সাক্ষাৎ করেন।

পাওলা পামপোলিনি জানান, ইউরোপীয় ইউনিয়ন বাংলাদেশের সংস্কার উদ্যোগে প্রযুক্তিগত ও আর্থিক সহায়তা প্রদান করবে। আপনার সংস্কারকে সমর্থন করতে আমরা প্রস্তুত। তহবিলের কোনো অভাব হবে না। ইইউর ২৭টি সদস্য রাষ্ট্র বাংলাদেশের অন্তর্বর্তী সরকারকে সমর্থন করছে। তাদের প্রকল্পগুলোতে সহযোগিতা করবে। ইউরোপীয় ইউনিয়ন বিশেষ করে জাতিসংঘের সাধারণ পরিষদে প্রধান উপদেষ্টা ইউনূসের ভাষণ শুনে এ সিদ্ধান্ত নেয়।

প্রধান উপদেষ্টা ইউরোপীয় ইউনিয়নের আন্তরিকতার জন্য ধন্যবাদ জানান। গত সেপ্টেম্বরে নিউইয়র্কে জাতিসংঘের সাধারণ পরিষদের ফাঁকে ইউরোপীয় কমিশনের প্রেসিডেন্ট উরসুলা ভন ডের লিয়েনের সঙ্গে তার বৈঠকের কথা স্মরণ করেন। সেসময় উরসুলা ভন ডের লিয়েন বাংলাদেশকে দুর্নীতির বিরুদ্ধে লড়াই ও তাদের অভিজ্ঞতার আলোকে নবায়নযোগ্য শক্তির ক্ষেত্রে সহায়তার প্রতিশ্রুতি দিয়েছেন বলে প্রধান উপদেষ্টা জানান।

পাম্পালোনি জানান, ইউরোপীয় ইউনিয়ন প্রযুক্তিগত দক্ষতা ও আর্থিক সহায়তার মাধ্যমে অন্যান্য অনেক দেশকে এ ব্যাপারে সাহায্য করেছে। আমরা জাতিসংঘের সাধারণ পরিষদে আপনার ভাষণ মনোযোগ দিয়ে শুনছিলাম। সিদ্ধান্ত নিয়েছি যে এখন আমাদের এমন একজন আছে যার সঙ্গে বাংলাদেশে কাজ করা যেতে পারে। আপনার একা বোধ করার দরকার নেই। আমরা সত্যিই সমর্থন করতে আগ্রহী।

পাম্পালোনি বাংলাদেশের সংস্কারে ইউনূসের রাজনৈতিক প্রতিশ্রুতি প্রশংসা করে বলেন, এটি একটি ইতিবাচক উদ্যোগ। আমরা আপনার ওপর নির্ভর করছি।

এছাড়া প্রধান উপদেষ্টা নেপাল ও ভারতের সঙ্গে আঞ্চলিক বিদ্যুৎ সংযোগ বাড়ানোর বিষয়ে ইউরোপীয় ইউনিয়নের সহায়তা চেয়েছেন। তিনি নেপালের জলবিদ্যুৎ প্রকল্পের সুবিধা বাংলাদেশের জন্য ব্যবহারের সুযোগ সৃষ্টি করতে চান।

প্রধান উপদেষ্টা ইউরোপীয় ইউনিয়নকে বাংলাদেশে তরুণদের দিকে মনোযোগ দিতে অনুরোধ করেছেন। একইসঙ্গে বাংলাদেশ নারী ফুটবল দলের সাম্প্রতিক সাফল্য তুলে ধরে ইউরোপীয় ফুটবল দল পাঠানোর প্রস্তাবও করেছেন।

আপন দেশ/এমবি

মন্তব্য করুন ।। খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত,আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।

শেয়ার করুনঃ

সর্বশেষ

জনপ্রিয়