ডোনাল্ড ট্রাম্প ও তারেক রহমান।
মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনে ডোনাল্ড ট্রাম্পের জয় উদযাপন চলছে। অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসসহ বাংলাদেশের বিভিন্ন রাজনৈতিক ব্যক্তি তাকে অভিনন্দন জানাচ্ছেন। এ তালিকায় এবার যুক্ত হয়েছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান।
বুধবার (৬ নভেম্বর) রাতে এক্সে (সাবেক টুইটার) একটি পোস্টে তিনি ট্রাম্পকে অভিনন্দন জানান।
পোস্টে তারেক রহমান বলেন, নির্বাচনে বিজয়ে ট্রাম্পকে অভিনন্দন। আমরা আমাদের দুই দেশের (বাংলাদেশ-যুক্তরাষ্ট্র) মধ্যে সুদৃঢ় ও সহযোগিতাপূর্ণ সম্পর্ক দেখতে চাই।
তারেক রহমান আরও বলেন, এই বিজয় যুক্তরাষ্ট্রের গণতান্ত্রিক প্রক্রিয়ার শক্তিশালী প্রমাণ। বাংলাদেশের জনগণও অবাধ ও সুষ্ঠু নির্বাচনের মাধ্যমে নিজেদের অগ্রগতি চায়। আমরা গণতান্ত্রিক মূল্যবোধ ও মৌলিক স্বাধীনতার প্রতি অঙ্গীকারবদ্ধ।
আপন দেশ/এমবি
মন্তব্য করুন ।। খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত,আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।