সাদ্দাম হোসেন ও খালেদ মুহিউদ্দীন।
নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের সভাপতি সাদ্দাম হোসেনকে নিয়ে টকশো আয়োজনের ঘোষণা দেন সাংবাদিক খালেদ মুহিউদ্দীন। এতে বিতর্কের মুখে পড়েন তিনি। এরপর তিনি সে অনুষ্ঠান স্থগিত করার সিদ্ধান্ত নিয়েছেন।
বুধবার (৬ নভেম্বর) খালেদ মুহিউদ্দীন তার ফেসবুক পেজে সাদ্দাম হোসেনকে নিয়ে টকশো আয়োজনের ঘোষণা দেন। তবে এ ঘোষণার পর সোশ্যাল মিডিয়ার মাধ্যমে শুরু হয় ব্যাপক আলোচনা ও সমালোচনা। এর মধ্যে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতারা তীব্র প্রতিবাদ জানান।
আরও পড়ুন>>>নিষিদ্ধ ছাত্রলীগ সভাপতিকে অতিথি, তোপে খালেদ মুহিউদ্দীন
শেষ পর্যন্ত খালেদ মুহিউদ্দীন তার নিজের ফেসবুক আইডি থেকে সে অনুষ্ঠান স্থগিতের কথা জানান।
তিনি লিখেন, অন্তর্বর্তী সরকারের সিদ্ধান্তে বাংলাদেশ ছাত্রলীগ এখন নিষিদ্ধ সংগঠন। একাধিক আইনজীবীর পরামর্শ মতে বাংলাদেশের দিক থেকে ছাত্রলীগের কারো বক্তব্য প্রচার আইনত ঠিক হবে না। এ বিবেচনায় নিষিদ্ধঘোষিত ছাত্রলীগ সভাপতির অনুষ্ঠানটি স্থগিত করা হল।
আপন দেশ/এমবি
মন্তব্য করুন ।। খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত,আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।