Apan Desh | আপন দেশ

পদত্যাগ করলেন জাতীয় মানবাধিকার কমিশনের চেয়ারম্যান

নিজস্ব প্রতিবদেক

প্রকাশিত: ২০:০৩, ৭ নভেম্বর ২০২৪

আপডেট: ২১:১০, ৭ নভেম্বর ২০২৪

পদত্যাগ করলেন জাতীয় মানবাধিকার কমিশনের চেয়ারম্যান

ড. কামাল উদ্দিন আহমেদ। ফাইল ছবি

জাতীয় মানবাধিকার কমিশনের চেয়ারম্যান ড. কামাল উদ্দিন আহমেদ পদত্যাগ করেছেন। তার সাথে আরও ৫ কমিশন সদস্যও পদত্যাগ করেছেন। পদত্যাগকারী সদস্যরা হলেন মো. সেলিম রেজা, মো. আমিনুল ইসলাম, কংজরী চৌধুরী, ড. বিশ্বজিৎ চন্দ এবং ড. তানিয়া হক।

বৃহস্পতিবার (৭ নভেম্বর) রাষ্ট্রপতি বরাবর পদত্যাগপত্র জমা দেন। 

পদত্যাগপত্রে উল্লেখ করা হয়েছে, আপনার সদয় অবগতির জন্য বিনীতভাবে উল্লেখ করছি যে, জাতীয় মানবাধিকার কমিশনের চেয়ারম্যান হিসেবে আমি আমার পদ থেকে অব্যাহতি প্রাপ্তির উদ্দেশ্যে আজ ৭/১১/২৪ তারিখ, আমি আমার পদত্যাগ পত্র জাতীয় মানবাধিকার কমিশন আইন ২০০৯ এর ৬(৪) ধারার বিধান মোতাবেক আপনার নিকট দাখিল করলাম। অনুগ্রহপূর্বক এ পদত্যাগ পত্র গ্রহণের বিনীত অনুরোধ জানাচ্ছি।

ড. কামাল উদ্দিন আহমেদ ২০২২ সালের ১০ ডিসেম্বর রাষ্ট্রপতি কর্তৃক কমিশনের চেয়ারম্যান হিসেবে নিয়োগ পান। এর আগে ২০১৯ সালের ২২ সেপ্টেম্বর থেকে ২০২২ সালের ২৩ সেপ্টেম্বর পর্যন্ত তিনি কমিশনের সার্বক্ষণিক সদস্য ছিলেন।

ড. কামাল উদ্দিন শিক্ষা জীবনে ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে আইন, ব্যবসায় প্রশাসন ইনস্টিটিউট থেকে স্নাতকোত্তর, যুক্তরাজ্য ও নিউজিল্যান্ড থেকে উচ্চতর ডিগ্রি অর্জন করেন।

তিনি স্বরাষ্ট্র মন্ত্রণালয় ও পরিবেশ মন্ত্রণালয়ের সচিব হিসেবে দায়িত্ব পালন করেছেন। এছাড়া নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়ের স্কুল অব বিজনেস অ্যান্ড ইকোনোমিকসের অধ্যাপক ছিলেন।

ড. কামাল আন্তর্জাতিক ক্ষেত্রে বাংলাদেশ থেকে প্রথম দক্ষিণ কোরিয়ার গ্রিন ক্লাইমেট ফান্ড বোর্ডের সদস্য হিসেবে নির্বাচিত হন।

আপন দেশ/এমবি

মন্তব্য করুন ।। খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত,আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।

শেয়ার করুনঃ

সর্বশেষ

জনপ্রিয়