Apan Desh | আপন দেশ

শিল্পকলার সামনে নাট্যকর্মীদের ওপর হামলা, শনিবার সংবাদ সম্মেলনের ডাক

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ২০:০৪, ৮ নভেম্বর ২০২৪

শিল্পকলার সামনে নাট্যকর্মীদের ওপর হামলা, শনিবার সংবাদ সম্মেলনের ডাক

শিল্পকলা অ্যাকাডেমির সামনে বাংলাদেশ গ্রুপ থিয়েটার ফেডারেশনের প্রতিবাদ সভায়

শিল্পকলা অ্যাকাডেমির সামনে বাংলাদেশ গ্রুপ থিয়েটার ফেডারেশনের প্রতিবাদ সভায় হামলায় করেছে সন্ত্রাসীরা। 

শুক্রবার (৭ নভেম্বর) রাজধানীর সেগুনবাগিচায় সভা চলাকালে হঠাৎ কতিপয় সন্ত্রা্সী এ হামলা চালায়। এতে  আক্রান্ত হয় বেশ কয়েকজন নাট্যকর্মী। ছুটোছুটি করতে থাকেন নাট্যকর্মীরা। সেনাবাহিনী পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।
এ অনাকাঙ্ক্ষিত হামলার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন নাট্যকর্মীরা।

উদ্ভুত পরিস্থিতিতে শনিবার (৮ নভেম্বর) সকাল ১১টায় শিল্পকলা অ্যাকাডেমির সেমিনার কক্ষে জরুরী সংবাদ সন্মেলন ডেকেছে বাংলাদেশ গ্রুপ থিয়েটার ফেডারেশান।

আপন দেশ/এবি

মন্তব্য করুন ।। খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত,আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।

সম্পর্কিত বিষয়:

শেয়ার করুনঃ

সর্বশেষ

জনপ্রিয়