Apan Desh | আপন দেশ

ড. ইউনূসসহ ৬২ জনের নামে আন্তর্জাতিক আদালতে অভিযোগ

নিজস্ব প্রতিবদেক

প্রকাশিত: ২০:৫০, ৯ নভেম্বর ২০২৪

আপডেট: ২১:৫৩, ৯ নভেম্বর ২০২৪

ড. ইউনূসসহ ৬২ জনের নামে আন্তর্জাতিক আদালতে অভিযোগ

ফাইল ছবি

নেদারল্যান্ডের হেগে অবস্থিত আন্তর্জাতিক অপরাধ আদালতে (আইসিসি) ‘গণহত্যা ও মানবতাবিরোধী অপরাধের’ অভিযোগ আনা হয়েছে। অভিযুক্তদের মধ্যে অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসসহ ৬২ জন রয়েছেন।

শুক্রবার (৮ নভেম্বর) অভিযোগটি করেন সিলেট সিটি করপোরেশনের সাবেক মেয়র আনোয়ারুজ্জামান চৌধুরী, ব্যারিস্টার নিঝুম মজুমদার, ব্যারিস্টার মনিরুল ইসলাম মঞ্জু ও গভ ওয়াইজ লিমিটেডের চেয়ারম্যান এস শাকির উদ্দিন।

অভিযোগে বলা হয়, ৫ থেকে ৮ আগস্টের মধ্যে ‘বাংলাদেশে ছাত্র আন্দোলনের নামে’ আওয়ামী লীগ ও এর অঙ্গ সংগঠন, হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান ধর্মাবলম্বী পুলিশ বাহিনীর ওপর ভয়াবহ গণহত্যা ও মানবতাবিরোধী অপরাধ সংঘটিত হয়েছে। এতে হাজার হাজার মানুষ নিহত, ধর্ষিত ও দেশত্যাগে বাধ্য হয়েছে। লক্ষাধিক ঘরবাড়ি ও সম্পদ ধ্বংস হয়েছে।

অভিযোগের তালিকায় ড. ইউনূস ছাড়াও আইন উপদেষ্টা আসিফ নজরুল, স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীর আলম চৌধুরী, পাট ও বস্ত্র উপদেষ্টা এম. সাখাওয়াত হোসেন, পরিবেশ উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান, তথ্য উপদেষ্টা নাহিদ ইসলাম, ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়াসহ ৬২ জন রয়েছেন।

এছাড়া বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক হাসনাত আবদুল্লাহ, সারজিস আলম, আব্দুল হান্নান, হাসিব আল ইসলাম ও আবু বকর মজুমদারকে অভিযুক্ত করা হয়েছে।

আনোয়ারুজ্জামান চৌধুরী গণমাধ্যমে বলেন, প্রায় ১৫ হাজার ভিকটিম আইসিসিতে অভিযোগ দেবে। তিনি জানান, সরকারের পতনের পর থেকে তিনি সিলেটের মেয়র হিসেবে পলাতক রয়েছেন। বর্তমানে লন্ডনে অবস্থান করছেন।

আপন দেশ/এমবি

মন্তব্য করুন ।। খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত,আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।

শেয়ার করুনঃ

সর্বশেষ

জনপ্রিয়