Apan Desh | আপন দেশ

ঢাকা মেডিকেলে ভর্তি পলকের অবস্থা অপরিবর্তিত

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ০১:৫৯, ১০ নভেম্বর ২০২৪

আপডেট: ০৩:২৬, ১০ নভেম্বর ২০২৪

ঢাকা মেডিকেলে ভর্তি পলকের অবস্থা অপরিবর্তিত

জুনায়েদ আহম্মেদ পলক। ফাইল ছবি

ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন সাবেক ডাক তার টেলিযোগাযোগ ও  তথ্য প্রযুক্তি বিষয়ক প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলকের অবস্থা অপরিবর্তিত রয়েছে। তাকে সংশ্লিষ্ট হাসপাতালের নতুন ভবনের ছয় তলার ৬০২ নম্বর ওয়ার্ডে পুলিশ পাহারায় চিকিৎসা দেয়া হচ্ছে। যাত্রাবাড়ি থানায় রিমান্ডে ছিলেন পলক।

মধ্যরাতে থানা কাষ্টোডিতে বা পুলিশ হেফাজতে পলক অসুস্থ হয়ে পড়েন। তার রক্তচাপ বেড়ে যায়। পাশাপাশি বুকে ব্যথা এবং শ্বাসকষ্ট দেখা দেয়। পুলিশ তাকে রাত পৌনে ১২টায় চিকিৎসার জন্য দ্রুত ঢাকা মেডিকেলের জরুরী বিভাগে নিয়ে যায়। এ বিভাগের কর্তব্যরত মেডিকেল অফিসার (ইএমও) তাকে দ্রুত ভবনের করোনারী কেয়ার ইউনিটে (সিসিইউ) পাঠান। সেখানে চিকিৎসকরা তার ইসিজি, এক্সরেসহ বিভিন্ন পরীক্ষা করান। এরপরই স্থায়ী চিকিৎসার জন্য প্রয়োজনে ভর্তি করানো হয়। 

হাসপাতাল সূত্র জানায়, রাজধানীর যাত্রাবাড়ী থানার একটি হত্যা মামলায় রিমান্ডে থাকা সাবেক জুনাইদ আহমেদ পলককে অসুস্থ অবস্থায় ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে ভর্তি করা হয়েছে। শনিবার (৮ নভেম্বর) দিনগত রাতে তাকে হাসপাতালের জরুরি বিভাগে নেয়া হয়।
 ঢামেক হাসপাতালের পুলিশ ক্যাম্পের ইনচার্জ পরিদর্শক মো. ফারুক এ তথ্য নিশ্চিত করেছেন। 
তিনি জানিয়েছেন, প্রথমে পলককে ঢামেকের নতুন ভবনের হৃদরোগ বিভাগের করোনারি কেয়ার ইউনিটে (সিসিইউ) চিকিৎসা দেয়া হয়। এরপর রাত ১২টায় তাকে ওই ভবনের মেডিসিন বিভাগের ৬০২ নম্বর ওয়ার্ডে ভর্তি দেয়া হয়েছে।

ফারুক আরও বলেন, পলক যাত্রাবাড়ী থানার হত্যা মামলায় রিমান্ডে রয়েছেন। কিন্তু হঠাৎ অসুস্থ হয়ে পড়লে তাকে ঢাকা মেডিকেলে নিয়ে আসা হয়। বর্তমানে করোনারি কেয়ার ইউনিটে (সিসিইউ) চিকিৎসাধীন আছেন। ৫ আগস্ট আওয়ামী লীগ সরকারের পতনের পর ১৪ আগস্ট গ্রেফতার হন সাবেক প্রতিমন্ত্রী পলক। এরপর বেশ কয়েকটি হত্যা মামলায় তাকে শ্যোন অ্যারেস্ট দেখানো হয়।

আপন দেশ/ এবি

মন্তব্য করুন ।। খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত,আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।

সম্পর্কিত বিষয়:

শেয়ার করুনঃ

সর্বশেষ

জনপ্রিয়