Apan Desh | আপন দেশ

বিশ্ববাজারে স্বর্ণের দাম কমছে, কমতে পারে দেশেও

আন্তর্জাতিক ডেস্ক    

প্রকাশিত: ১৮:০০, ১২ নভেম্বর ২০২৪

আপডেট: ১৮:০২, ১২ নভেম্বর ২০২৪

বিশ্ববাজারে স্বর্ণের দাম কমছে, কমতে পারে দেশেও

ফাইল ছবি

বিশ্ববাজারে স্বর্ণের দাম কমতে শুরু করেছে। প্রতি আউন্স স্বর্ণের দাম এখন ২ হাজার ৬০০ ডলারের নিচে নেমে এসেছে। যা গত এক মাসের মধ্যে সর্বনিম্ন। ফলে দেশের বাজারেও দাম কমতে পারে।

মঙ্গলবার (১২ নভেম্বর) এ প্রতিবেদন লেখার সময় স্পট মার্কেটে স্বর্ণের দাম অবস্থান করছিল ২ হাজার ৫৯৬.৯৫ ডলারে। প্রতি আউন্সের দাম একদিনে ২২.৫৮ ডলার বা শূন্য দশমিক ৮৬ শতাংশ কমেছে।
 
স্বর্ণের আন্তর্জাতিক বাজার পর্যবেক্ষণকারী সংস্থাগুলোর বরাত দিয়ে এক প্রতিবেদনে রয়টার্স জানিয়েছে, ডলারের মান শক্তিশালী হতে থাকায় কমতে শুরু করেছে স্বর্ণের দাম। বর্তমানে আন্তর্জাতিক বাজারে গত দুই মাসের মধ্যে সর্বনিম্ন দামে স্বর্ণের বেচাকেনা হচ্ছে।
 
যুক্তরাষ্ট্রভিত্তিক বাজার পর্যবেক্ষণ সংস্থা কেসিএম ট্রেডের শীর্ষ বাজার বিশ্লেষক টিম ওয়াটেরার বলেন, সাম্প্রতিক প্রেসিডেন্ট নির্বাচন এবং তার ফলাফল ডলারের মানের জন্য আশীর্বাদ বয়ে এনেছে। স্বর্ণের দাম কমার মূল রহস্য লুকিয়ে আছে ডলারের মান শক্তিশালী হওয়ার মধ্যে।

আরও পড়ুন>>>ফের কমল সোনার দাম

তবে ডলারের মান মূলত বাড়ছে বিটকয়েনের দাম বৃদ্ধির ফলে। মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনে বড় ব্যবধানে রিপাবলিকান প্রার্থী ডোনাল্ড ট্রাম্প জয়ী হওয়ার পর থেকেই বাড়ছে ক্রিপ্টোকারেন্সি বিটকয়েনের দাম। প্রতিদিনই রেকর্ড ভাঙছে এর দাম। বর্তমানে এটি ৯০ হাজার মার্কিন ডলারের কাছাকাছি পৌঁছেছে, যা সর্বকালের সর্বোচ্চ।
 
রয়টার্স জানায়, বিশ্বের জনপ্রিয় ক্রিপ্টোকারেন্সি বিটকয়েনের দাম মঙ্গলবার ৮৯ হাজার ৬৩৭ মার্কিন ডলারের নতুন রেকর্ড ছুঁয়েছে। নির্বাচনের দিন থেকে মুদ্রাটির দাম ২৫ শতাংশের বেশি বেড়েছে।
 
সিডনির এটিএফএক্স গ্লোবালের প্রধান বাজার বিশ্লেষক নিক টুইডেল বলেন, ট্রাম্প এই শিল্পের সমর্থক। এটি স্পষ্টতই তার বাণিজ্যনীতির ফল। এর ফলে ক্রিপ্টো শেয়ার ও মুদ্রার চাহিদা আরও তৈরি হবে। নির্বাচনের ফলাফল আসার সময় বিটকয়েন সর্বোচ্চ দামের কাছাকাছি লেনদেন করছিল। এর মানে এটি আরও ঊর্ধ্বমুখী হতে পারে।
 
এদিকে বিশ্ববাজারে যে হারে দাম কমছে, এতে যে কোনো সময় দেশে প্রতি আউন্স স্বর্ণের দাম আরও কমে যেতে পারে বলে জানিয়েছেন সংশ্লিষ্টরা। 

তারা বলেন, বিশ্ববাজারে দাম কমলে এর প্রভাব পড়ে দেশের বাজারেও। তাই যে কোনো সময় দেশের বাজারেও দাম কমানো হতে পারে।
 
দেশের বাজারে স্বর্ণের দাম নির্ধারণ করে থাকে বাংলাদেশ জুয়েলার্স সমিতি (বাজুস)। সবশেষ গত ৭ নভেম্বর দেশের বাজারে স্বর্ণের দাম সমন্বয় করেছিল বাজুস। ভরিতে ৩ হাজার ৪৫৩ টাকা কমিয়ে ২২ ক্যারেটের এক ভরি স্বর্ণের দাম ১ লাখ ৩৮ হাজার ৭০৮ টাকা নির্ধারণ করেছিল সংগঠনটি।

আপন দেশ/এমবি
 
 

মন্তব্য করুন ।। খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত,আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।

সম্পর্কিত বিষয়:

শেয়ার করুনঃ

সর্বশেষ

জনপ্রিয়