Apan Desh | আপন দেশ

নতুন উপদেষ্টাদের নিয়ে অভিযোগ এলে খতিয়ে দেখবো: মাহফুজ আলম

নিজস্ব প্রতিবদেক

প্রকাশিত: ২১:৪৫, ১৩ নভেম্বর ২০২৪

আপডেট: ০৮:৫০, ১৪ নভেম্বর ২০২৪

নতুন উপদেষ্টাদের নিয়ে অভিযোগ এলে খতিয়ে দেখবো: মাহফুজ আলম

উপদেষ্টা মাহফুজ আলম।

অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা মাহফুজ আলম বলেছেন, জনগণের মনোনীত সরকার আমরা। জনগণের প্রতিনিধিত্ব করার জন্যই আমাদের কাজ। নতুন যাদের উপদেষ্টা হিসেবে নিয়োগ দেয়া হয়েছে, আশা করি তারা জনগণের বিশ্বাসের মর্যাদা রাখবেন। তাদের কাজের মাধ্যমে যোগ্যতা প্রমাণ করবেন। যদি জনগণের পক্ষ থেকে কোনো অভিযোগ আসে আমরা তা খতিয়ে দেখবো।

বুধবার (১৩ নভেম্বর) টাঙ্গাইলে মওলানা আব্দুল হামিদ খান ভাসানীর মাজার জিয়ারত শেষে তিনি এসব মন্তব্য করেন। 

মওলানা ভাসানী সম্পর্কে মাহফুজ আলম বলেন, মওলানা ভাসানী আমাদের অনুপ্রেরণা। তিনি যে স্বপ্ন দেখেছিলেন এ দেশকে নিয়ে, তা বাস্তবায়ন হবে।

উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া বলেন, আমলাতন্ত্র জনগণের থেকে দূরে থাকত। আমাদের লক্ষ্য হল সরকারি কর্মকর্তারা যেন জনগণের সেবা প্রদান করেন, প্রভুত্বমূলক নয়। জনগণের কাছে যাতে সহজে পৌঁছানো যায়। তাদের সেবা দেয়া যায়। সেটি নিশ্চিত করতে আমরা কাজ করব।

সন্ধ্যায় মাওলানা ভাসানী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে মওলানা ভাসানী পাঠচক্র ও জাতীয় নাগরিক কমিটির আয়োজনে ‘মওলানা ভাসানী ও নতুন বাংলাদেশ’ শীর্ষক আলোচনা সভায় তারা অংশগ্রহণ করেন। সভায় উপস্থিত ছিলেন রাজনীতি বিশ্লেষক, কবি ও রাষ্ট্রচিন্তক ফরহাদ মজহার, মাভা‌বিপ্রবির ভাইস চ‌্যা‌ন্সেলর প্রফেসর ড. আনোয়ারুল আজীম আকন্দ, ভাসানী ফাউন্ডেশনের মহাসচিব মাহমুদুল হক শানু প্রমুখ।

উল্লেখ্য, গত রোববার তিন জন নতুন উপদেষ্টা হিসেবে অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা পরিষদে যোগ দেন। এর মধ্যে মোস্তফা সরয়ার ফারুকী ও সেখ বশিরউদ্দিনের নিয়োগ নিয়ে বিতর্ক উঠে।

আপন দেশ/এমবি

মন্তব্য করুন ।। খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত,আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।

শেয়ার করুনঃ

সর্বশেষ

জনপ্রিয়