হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর।
হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে প্রবাসীদের জন্য নতুন ওয়েটিং লাউঞ্জ চালু হতে যাচ্ছে। বৃহস্পতিবার (১৪ নভেম্বর) সন্ধ্যায় এ লাউঞ্জ উদ্বোধন করবেন প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস। আজারবাইজান সফর শেষে দেশে ফিরবেন আজ। ফিরে ওয়েটিং লাউঞ্জের উদ্বোধন করবেন।
বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষের (বেবিচক) এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে। এর আগে ১১ নভেম্বর প্রবাসীদের জন্য একটি বিশেষ লাউঞ্জ উদ্বোধন করেছিলেন ড. ইউনূস।
বিজ্ঞপ্তিতে বেবিচক জানায়, প্রধান উপদেষ্টা বিদেশ সফর থেকে ফেরার পর যাত্রীদের জন্য সুপরিসর ওয়েটিং লাউঞ্জ উদ্বোধন করবেন।
বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ (বেবিচক) জানিয়েছে, এ লাউঞ্জটি প্রবাসী যাত্রীদের আরামদায়ক অপেক্ষার সুযোগ প্রদান করবে। তাদের পরিবারের সদস্যরাও এর সুবিধা নিতে পারবেন।
নতুন লাউঞ্জটিতে নির্ধারিত অপেক্ষমাণ কক্ষ, বেবিকেয়ার রুম, নারী-পুরুষের জন্য নামাজের স্থান রয়েছে। পাশাপশি স্বল্পমূল্যের ক্যাফেটেরিয়ার ব্যবস্থা করা হয়েছে। সব প্রবাসী নাগরিক ও তাদের পরিবারের সদস্যদের জন্য এ উদ্যোগ নেয়া হয়েছে বলে জানিয়েছে বেবিচক।
আপন দেশ/এমবি
মন্তব্য করুন ।। খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত,আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।