Apan Desh | আপন দেশ

ইভিএম ব্যবহারের রাজনৈতিক মতামত প্রয়োজন: বদিউল আলম

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ১৮:৫০, ১৬ নভেম্বর ২০২৪

আপডেট: ১৮:৫৫, ১৬ নভেম্বর ২০২৪

ইভিএম ব্যবহারের রাজনৈতিক মতামত প্রয়োজন: বদিউল আলম

নির্বাচন সংস্কার কমিশনের প্রধান বদিউল আলম মজুমদার। ছবি: সংগৃহীত

ইলেকট্রনিক ভোটিং মেশিনগুলো (ইভিএম) দুর্বল ও ত্রুটিপূর্ণ যন্ত্র। এটি ব্যবহারের ক্ষেত্রে রাজনৈতিক মতামত নিতে হবে। এ কথা বলেছেন নির্বাচন সংস্কার কমিশনের প্রধান বদিউল আলম মজুমদার।

শনিবার (১৬ নভেম্বর) বিকেলে নির্বাচন ভবনে সাংবাদিকদের সঙ্গে সংস্কারবিষয়ক মতবিনিময় সভা শেষে তিনি মন্তব্য করেন।

বদিউল আলম মজুমদার বলেন, এ পর্যন্ত ২১ টি সভা করেছে সংস্কার কমিশন। বিধি বিধান, আইন কানুন নিয়ে আমরা আলোচনা করেছি। যার ভিত্তিতে আমরা সুপারিশ করেছি। ব্যক্তিগতভাবে অনেকের সঙ্গে আলোচনা হচ্ছে। ওয়েবসাইটের মাধ্যমে তথ্য পাচ্ছি। ৩৬৪টি ইমেইল এবং মেসেঞ্জারেও তথ্য পেয়েছি।
 
তিনি আরও বলেন, বিভিন্ন গ্রুপ অনানুষ্ঠানিকভাবে সংস্কার কমিশনের সঙ্গে কথা হচ্ছে। আমাদের নিজস্ব অ্যাজেন্ডা নেই। আমরা কোনো দলের পক্ষে কাজ করতে আসিনি। আমরা বদ্ধপরিকর, জুলাই অভ্যুত্থানে নিহতদের রক্তের সঙ্গে যাতে বেইমানি না হয়।
 
বিগত নির্বাচনগুলোতে গোয়েন্দা সংস্থার হয়রানি বেআইনি। জড়িতদের বিচারের আওতায় আনা উচিত বলে মন্তব্য করেছেন নির্বাচন সংস্কার কমিশন প্রধান।
 
এদিকে স্থানীয় সরকার বিশেষজ্ঞ ড. তোফায়েল আহমেদ বলেছেন, স্থানীয় সরকার নির্বাচনে দলীয় প্রতীক আমরা চাই না।

আপন দেশ/কেএইচ

মন্তব্য করুন ।। খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত,আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।

শেয়ার করুনঃ

সর্বশেষ

জনপ্রিয়