Apan Desh | আপন দেশ

বাংলাদেশে গণতন্ত্র ফেরাতে সহায়তা করবে যুক্তরাজ্য

নিজস্ব প্রতিবদেক

প্রকাশিত: ১৭:৪৯, ১৭ নভেম্বর ২০২৪

বাংলাদেশে গণতন্ত্র ফেরাতে সহায়তা করবে যুক্তরাজ্য

প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস (বাঁয়ে) ও ব্রিটিশ পররাষ্ট্র প্রতিমন্ত্রী ক্যাথরিন ওয়েস্ট।

বাংলাদেশ থেকে যুক্তরাজ্যে পাচার হওয়া অর্থ ফেরাতে সহায়তার কথা জানিয়েছেন ব্রিটিশ প্রতিমন্ত্রী ক্যাথরিন ওয়েস্ট। রোববার (১৭ নভেম্বর) দুপুরে প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের সঙ্গে সৌজন্য সাক্ষাতে তিনি এ আশ্বাস দেন।

বৈঠকে, ব্রিটিশ প্রতিমন্ত্রী বলেন, যুক্তরাজ্য অন্তর্বর্তী সরকারকে পূর্ণ সমর্থন দেবে। এ সময় প্রধান উপদেষ্টা বাংলাদেশ থেকে পাচার হওয়া অর্থ ফেরানোর বিষয়টি তোলেন। পরে যুক্তরাজ্য অর্থ ফেরাতে সহায়তা করবে বলে আশ্বাস দেন ব্রিটিশ প্রতিমন্ত্রী।

এর আগে ক্যাথরিন ওয়েস্ট পররাষ্ট্র উপদেষ্টার সঙ্গে বৈঠক করেন। ঘণ্টাব্যাপী আলোচনায় বাংলাদেশের গণতন্ত্রের ভবিষ্যৎ নিয়ে আলোচনা হয়। তিনি জানান, ব্রিটেন আশা করে ড. ইউনূস গণতন্ত্র ফিরিয়ে আনতে রূপরেখা ঘোষণা করবেন।

এছাড়া ব্রিটিশ প্রতিমন্ত্রী রাজনীতিতে সকল দলের জন্য লেভেল প্লেয়িং ফিল্ড নিশ্চিত করার আহবান জানান। পররাষ্ট্র উপদেষ্টা বলেন, নির্বাচন নিয়ে ব্রিটিশ সরকারের আগ্রহ রয়েছে। তবে অন্তর্বর্তীকালীন সরকারের কোনো রাজনৈতিক লক্ষ্য নেই। নির্বাচনের জন্য সংস্কারের পরবর্তী পদক্ষেপ নেয়া হবে।

আপন দেশ/এমবি
 

মন্তব্য করুন ।। খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত,আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।

শেয়ার করুনঃ

সর্বশেষ

জনপ্রিয়