Apan Desh | আপন দেশ

বিশ্ব ইজতেমার দুই পর্বের তারিখ চূড়ান্ত

নিজস্ব প্রতিবদেক

প্রকাশিত: ১৮:৪২, ১৭ নভেম্বর ২০২৪

আপডেট: ১৮:৪৩, ১৭ নভেম্বর ২০২৪

বিশ্ব ইজতেমার দুই পর্বের তারিখ চূড়ান্ত

ফাইল ফটো।

২০২৫ সালে দুই পর্বে বিশ্ব ইজতেমা অনুষ্ঠিত হবে। ইতোমধ্যে তারিখ চূড়ান্ত করা হয়েছে। প্রথম পর্ব ৩১ জানুয়ারি থেকে ২ ফেব্রুয়ারি পর্যন্ত। দ্বিতীয় পর্ব ৭ ফেব্রুয়ারি থেকে ৯ ফেব্রুয়ারি পর্যন্ত হবে।

রোববার (১৭ নভেম্বর) স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগ থেকে এ সংক্রান্ত বিজ্ঞপ্তি দেয়া হয়েছে।

এবারের ইজতেমা টঙ্গীর তুরাগ নদের তীরে অনুষ্ঠিত হবে। প্রথম পর্বের আয়োজক হবে জুবায়েরপন্থি। দ্বিতীয় পর্বের আয়োজক সাদপন্থি।

বিশ্ব ইজতেমা ১৯৬৭ সাল থেকে টঙ্গীতে অনুষ্ঠিত হয়ে আসছে। তবে ২০১৮ সালের পর থেকে ইজতেমায় বিভেদ দেখা দেয়। যখন তাবলিগ জামাতের দুই পক্ষের মধ্যে মতবিরোধ সৃষ্টি হয়। এক পক্ষের নেতৃত্বে আছেন মাওলানা সাদ। আর অন্য পক্ষের নেতৃত্বে মাওলানা জুবায়ের। এ কারণে ইজতেমা দুই পর্বে বিভক্ত হয়ে যায়।

দুই পর্বে ভাগ হয়ে হলেও বিশ্ব ইজতেমার আয়োজকদের উদ্দেশ্য এক—বিশ্বব্যাপী মুসলমানদের একত্রিত করা। তাবলিগ জামাতের ধারাকে সবার কাছে পৌঁছে দেয়া।

আপন দেশ/এমবি

মন্তব্য করুন ।। খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত,আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।

শেয়ার করুনঃ

সর্বশেষ

জনপ্রিয়