Apan Desh | আপন দেশ

আহত বিপ্লবী কাজলকে থাইল্যান্ডে নেয়া হলো

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ০৯:১৯, ১৮ নভেম্বর ২০২৪

আপডেট: ১৩:১৪, ১৮ নভেম্বর ২০২৪

আহত বিপ্লবী কাজলকে থাইল্যান্ডে নেয়া হলো

আহত বিপ্লবী কাজলকে দেখতে নিউরো সায়েন্সেস হাসপাতালে তথ্য ও সম্প্রচার উপদেষ্টা নাহিদ ইসলাম

জুলাই-আগস্টে ছাত্র জনতার গণঅভ্যুত্থানে গুলিবিদ্ধ হন জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী মো. কাজল মিয়া। নিন মাস ধরে রাজধানীর একটি হাসপাতালে চিকিৎসা নিচ্ছিলেন তিনি। সম্প্রতি পরিস্থিতি অবনতি হওয়ায় আহত এ বিপ্লবীকে থাইল্যান্ডে পাঠানো হয়েছে।

রোববার (১৭ নভেম্বর) দিবাগত রাত দেড়টার দিকে হজরত শাহজালাল র. আন্তর্জাতিক বিমানবন্দর ত্যাগ করে কাজলকে বহনকারী এয়ার অ্যাম্বুলেন্স।

এ সময় বিমানবন্দরে উপস্থিত ছিলেন স্বাস্থ্য উপদেষ্টা নূরজাহান বেগম, স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক অধ্যাপক ডা. মো. আবু জাফর, ন্যাশনাল ইনস্টিটিউট অব নিউরোসায়েন্সের পরিচালক অধ্যাপক ডা. কাজী দ্বীন মোহাম্মদ, হাসপাতালের সহকারী অধ্যাপক ডা. রুহুল মোক্তাদিরসহ অনেকেই।

গত ৫ আগস্ট রাজধানীর যাত্রাবাড়ীতে মাথায় গুলিবিদ্ধ হন কাজল মিয়া। আশঙ্কাজনক অবস্থায় তাকে নিউরোসায়েন্স হাসপাতালে ভর্তি করা হয়। এতদিন সেখানেই চিকিৎসা দেয়া হয়। অবস্থার খুব বেশি উন্নতি হয়নি। এখন তার উন্নত চিকিৎসার জন্য থাইল্যান্ডের ভেজথানি হাসপাতালে পাঠানো হয়েছে।

কাজী দ্বীন মোহাম্মদ বলেন, কাজলের ব্রেনের বাম পাশে অনেক ক্ষত হয়ে গেছে। ডান পাশ প্যারালাইসিস হয়ে গেছে। উন্নত ফিজিওথেরাপি দেয়ার উদ্দেশেই তাকে থাইল্যান্ড পাঠানো হয়েছে। যা চিকিৎসা দেয়ার আমরা তা দিয়ে দিয়েছি। এর বাইরে আর কোনো চিকিৎসার দরকার বলে আমি মনে করি না।

স্বাস্থ্য উপদেষ্টা নূরজাহান বেগম বলেন, এখনও অনেকেই গুরুতর আহত। কারও মাথায় গুলি লেগেছে, কারও পাঁজরে লেগেছে। অনেককে শারীরিক জটিলতার কারণে দেশের বাইরে পাঠানো যাচ্ছে না। এমন আরও অন্তত ২০ জন রয়েছে, যাদের দেশের বাইরে চিকিৎসার জন্য পাঠাতে হবে।

নিউরোসায়েন্সেস হাসপাতালের সহযোগী অধ্যাপক ডা. হুমায়ুন কবির হিমু গণমাধ্যমকে জানান, কাজলের মাথায় অস্ত্রোপচার করা হয়েছে। এইচডিইউতে তিন মাসের চিকিৎসায় ধীরে ধীরে তার অবস্থার উন্নতি হলেও, বাঁ হাত ও পা পুরোপুরি অচল হয়ে যায়। তার রোবটিক ফিজিওথেরাপি প্রয়োজন। কিন্তু দেশে সে ব্যবস্থা নেই বলে তাকে বিদেশে পাঠানোর সিদ্ধান্ত নেয় মেডিকেল বোর্ড।

উল্লেখ্য, এর আগে সম্মিলিত সামরিক হাসপাতাল (সিএমএইচ) থেকে গণবিপ্লবে আহত মুসাকে এয়ার অ্যাম্বুলেন্সে সিঙ্গাপুরে নেওয়া হয়। সে অভিজ্ঞতা থেকেই স্বাস্থ্য উপদেষ্টা সঙ্গে সঙ্গে সিএমএইচে যোগাযোগ করেন। পরে তিনি এয়ার অ্যাম্বুলেন্সের ব্যবস্থা করে দেন।

আপন দেশ/জেডআই

মন্তব্য করুন ।। খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত,আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।

শেয়ার করুনঃ

সর্বশেষ

জনপ্রিয়