Apan Desh | আপন দেশ

বিজয় দিবস কারও একার নয়: স্বরাষ্ট্র উপদেষ্টা

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ১৪:৩৭, ১৮ নভেম্বর ২০২৪

আপডেট: ১৪:৫০, ১৮ নভেম্বর ২০২৪

বিজয় দিবস কারও একার নয়: স্বরাষ্ট্র উপদেষ্টা

স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) মো. জাহাঙ্গীর আলম চৌধুরী

বিজয় দিবসকে সামনে রেখে কোনও ধরনের নিরাপত্তা হুমকি নেই উল্লেখ করে স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) মো. জাহাঙ্গীর আলম চৌধুরী বলেছেন, বিজয় দিবস কারও একার নয়, সবার। সোমবার (১৮ নভেম্বর) স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত সভা শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন।

যথাযোগ্য মর্যাদায় বিজয় দিবস উদযাপনের লক্ষ্যে মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়ের গৃহীত জাতীয় কর্মসূচি সুষ্ঠুভাবে বাস্তবায়নে আইন-শৃঙ্খলা নিয়ন্ত্রণসহ সার্বিক নিরাপত্তা ব্যবস্থা নিয়ে এই সভা অনুষ্ঠিত হয়।

জাহাঙ্গীর আলম চৌধুরী বলেন, বিজয় দিবস যাতে সুন্দরভাবে পালিত হয়, সেক্ষেত্রে আইনশৃঙ্খলা যাতে ভালো থাকে, সেসব নিয়ে সভায় আলোচনা হয়েছে। বর্তমানে আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে কোনও সমস্যা নেই।

স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, বিজয় দিবসে ট্রাফিকিং যাতে ভালো থাকে সেই ব্যবস্থা করা হবে। জাতীয় পতাকার রঙ এবং আকার যাতে একেক জায়গায় একেক রকম না হয় সেটা নিয়েও আলোচনা হয়েছে। সরকারের নির্ধারিত স্ট্যান্ডার্ড অনুযায়ী যাতে হয় সে অনুরোধ জানানো হয়েছে।’

সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে জাহাঙ্গীর আলম চৌধুরী বলেন, আল্লাহর রহমতে কোনও ধরনের সিকিউরিটি থ্রেট নাই। ১৬ ডিসেম্বর সবার, সে জন্য এক্ষেত্রে কোনও নিরাপত্তা হুমকি নেই।

আপন দেশ/জেডআই

মন্তব্য করুন ।। খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত,আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।

শেয়ার করুনঃ

সর্বশেষ

জনপ্রিয়