Apan Desh | আপন দেশ

‘পুরুষ এ রাষ্ট্রে সবচেয়ে বৈষম্যের শিকার’

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ১৮:৩৭, ১৯ নভেম্বর ২০২৪

‘পুরুষ এ রাষ্ট্রে সবচেয়ে বৈষম্যের শিকার’

ছবি: সংগৃহীত

বৈষম্যের বিরুদ্ধে রাষ্ট্র সংস্কারের কাজ চলছে। কিন্তু পুরুষ হচ্ছে এ রাষ্ট্রের সবচেয়ে বৈষম্যের শিকার একটি জাতিগোষ্ঠী। এমন মন্তব্য করেছেন এইড ফর মেন ফাউন্ডেশনের সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম নাদিম। 

১৯ নভেম্বর (মঙ্গলবার) আন্তর্জাতিক পুরুষ দিবস-২০২৪ উপলক্ষে ‘এইড ফর মেন ফাউন্ডেশনের’ উদ্যোগে পুরুষের প্রতি আইনি বৈষম্য দূর করার দাবিতে রাজধানীর শাহবাগ মোড় থেকে টিএসসি পর্যন্ত বর্ণাঢ্য র‍্যালি ও পথসভার আয়োজন করা হয়। 

র‍্যালি ও পথসভা উদ্বোধন করেন সাবেক অতিরিক্ত সচিব ও চলচ্চিত্র ব্যক্তিত্ব পীরজাদা শহীদুল হারুন। পুরুষ দিবস উপলক্ষে নারীরা অতিথিবৃন্দ ও অন্য শ্রেনীপেশার মানুষকে ফুল দিয়ে শুভেচ্ছা জানান।

পথসভায় বক্তারা পুরুষের প্রতি বিভিন্ন বৈষম্যপূর্ণ আইনের মাধ্যমে নানাবিধ হয়রানি ও পুরুষ নির্যাতনের চিত্র তুলে ধরেন। এইড ফর মেন ফাউন্ডেশনের সভাপতি ড: আব্দুর রাজ্জাক খানের সভাপতিত্বে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সুপ্রিম কোর্টের আইনজীবী এ্যাডভোকেট কাউসার হোসেন, বাংলাদেশ মুঠোফোন গ্রাহক অ্যাসোসিয়েশনের সভাপতি মহিউদ্দিন, বিশিষ্ট অভিনয় ও আবৃত্তি শিল্পী হাসান মাহাদী লাল্টু, ব্রেইন এন্ড লাইফ হসপিটালের ব্যবস্থাপক ফখরুল হোসেন, বাংলাদেশ সাইকেল লেন বাস্তবায়ন পরিষদের সভাপতি মোঃ আমিনুল ইসলাম ও ঢাকা বিশ্ববিদ্যালয় সাইক্লিং ক্লাবের সভাপতি মো. তাওহীদুর রহমান। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন এইড ফর মেন ফাউন্ডেশনের ঢাকা জেলা কমিটির সভাপতি হাদিউজ্জামান পলক ও শুভেচ্ছা বক্তব্য দেন ঢাকা জেলা কমিটির সহ-সভাপতি ইফতেখার হোসেন।

অনুষ্ঠানে এইড ফর মেন ফাউন্ডেশনের সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম নাদিম বলেন, বৈষম্যের বিরুদ্ধে রাষ্ট্র সংস্কারের কাজ চলছে কিন্তু আমরা দেখতে পাচ্ছি পুরুষ হচ্ছে এ রাষ্ট্রের সবচেয়ে বৈষম্যের শিকার একটি জাতিগোষ্ঠী। তাদের সঙ্গে বিভিন্ন আইনি এবং সামাজিক বৈষম্য রাষ্ট্রীয়ভাবে সৃষ্টি করে রাখা হয়েছে। নতুন অন্তর্বর্তীকালীন সরকারের কাছে এবং ভবিষ্যৎ সরকারের কাছে আমাদের ১৩ দফা দাবি পূরণের জোর দাবি জানাচ্ছি । এ সময় সাইফুল ইসলাম নাদিম সংগঠনের পক্ষ থেকে  ১৩ দফা দাবি লিখিত আকারে পেশ করেন।

আপন দেশ/কেএইচ

মন্তব্য করুন ।। খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত,আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।

সম্পর্কিত বিষয়:

শেয়ার করুনঃ

সর্বশেষ

জনপ্রিয়