ছবি : সংগৃহীত
প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম বলেছেন, জুলাই অভ্যুথানে যেসব গণমাধ্যমে শিক্ষার্থীদের সন্ত্রাসী আখ্যা দেয়া হয়েছে, সেসব গণমাধ্যম চিহ্নিত করা হবে।
বুধবার (২০ নভেম্বর) জাতীয় প্রেসক্লাবে আয়োজিত এক আলোচনা সভায় তিনি এ কথা বলেন। ‘জুলাই গণহত্যায় গণমাধ্যমের ভূমিকা: জবাবদিহিতা ও সংস্কার’ শীর্ষক এ আলোচনা সভার আয়োজন করে ‘ফ্যাসিবাদ মুক্ত গণমাধ্যম চাই’ নামে একটি সংগঠন।
প্রধান উপদেষ্টার প্রেস সচিব বলেন, পহেলা জুলাই থেকে ৫ আগস্ট কোন কোন গণমাধ্যমে শিক্ষার্থীদের সন্ত্রাসী অ্যাখ্যা দেয়া হয়েছে, কোন কোন গণমাধ্যমে ফ্যাসিবাদী বয়ান তৈরি হয়েছে তা চিহ্নিত করা হবে।
শফিকুল আলম বলেন, শুধু জুলাই গণহত্যা নয়, শুরু করতে হবে আরও আগের সময় থেকে। গত ১৬ বছরে কার কি ভূমিকা ছিল এগুলো দেখা হবে। এছাড়া গত তিনবারের নির্বাচনকে কারা সাপোর্ট দিয়েছে সেটাও দেখা হবে।
তিনি আরও বলেন, ২০১৫ সালের জানুয়ারিতে কারা অগ্নিসংযোগ করলো, তারা কারা। মিডিয়া কাদের ওপর দোষ চাপালো এগুলোও দেখা উচিত। এছাড়া গত ১৬ বছরে গুম, খুন নিয়ে কী ধরণের সাংবাদিকতা হয়েছে সেটিও জানতে হবে।
প্রেস সচিব বলেন, ২০০৯ থেকে ২০২৪ জুলাই পর্যন্ত শেখ হাসিনার সংবাদ সম্মেলনে কোন সাংবাদিকদের কেমন ভূমিকা ছিল সেটিও দেখতে হবে। প্রত্যেকটা বিষয় নিয়ে সিরিয়াসলি গবেষণা করা হবে।
আপন দেশ/জেডআই
মন্তব্য করুন ।। খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত,আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।