Apan Desh | আপন দেশ

ইসলামী সংস্কৃতি চর্চা নিয়ে কী বললেন ফারুকী

নিজস্ব প্রতিবদেক

প্রকাশিত: ১৫:২৫, ২১ নভেম্বর ২০২৪

আপডেট: ১৫:৪৪, ২১ নভেম্বর ২০২৪

ইসলামী সংস্কৃতি চর্চা নিয়ে কী বললেন ফারুকী

সংস্কৃতি বিষয়ক উপদেষ্টা মোস্তফা সরয়ার ফারুকী।

বহুজন, বহুভাষাকে প্রাধান্য দিয়েই দেশের সংস্কৃতিক বিকাশে উদ্যোগ নেয়া হবে। এ মন্তব্য করেছেন সংস্কৃতি বিষয়ক উপদেষ্টা মোস্তফা সরয়ার ফারুকী। বৃহস্পতিবার (২১ নভেম্বর) সাংস্কৃতিক কর্মকাণ্ড বিকাশসহ নানা বিষয় নিয়ে তিনি কথা বলেছেন সাংবাদিকদের সঙ্গে।

সচিবালয়ে নিজ কার্যালয়ে বসে ফারুকী বলেন, সাংস্কৃতিক কর্মকাণ্ড বিকাশে বিভিন্ন অগ্রাধিকার কার্যক্রম হাতে নিয়েছে সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়। যার মধ্যে রয়েছে দেশের সকল বিভাগে দৃশ্যমান কনটেন্ট তৈরি কর্মশালা আয়োজন, নজরুলের গান নিয়ে জনপ্রিয় শিল্পীদের মাধ্যমে অ্যালবাম তৈরি, দেশজুড়ে সাংস্কৃতিক অনুষ্ঠান আয়োজন।

কার্যক্রম সম্পর্কে তিনি আরও বলেন, দেশব্যাপী প্রতিভা সন্ধান কর্মসূচি, বাংলা একাডেমি সৃজনশীল লেখালেখি কর্মশালা আয়োজনসহ বিভিন্ন কর্মকাণ্ড আয়োজন করা হবে।

২৪-এর গণঅভ্যুত্থান প্রসঙ্গে ফারুকী জানালেন, স্বাধীনতার মূল চেতনা বাস্তবায়ন হয়নি বলেই ২৪-এর গণঅভ্যুত্থান হয়েছে। একাত্তরের চেতনাকে নবায়ন করেছে ২৪-এর গণঅভ্যুত্থান।

ইসলামী সংস্কৃতি চর্চা নিয়ে কথা বললেন এ নির্মাতা ও উপদেষ্টা। তিনি বলেন, আগে ইসলামী সব কিছু সংস্কৃতি চর্চা থেকে বাদ দেয়া হয়েছিল। দেশের সংস্কৃতি চর্চার মূলে থাকবে বহুজন, বহু ভাষা।

এ সময় নজরুল ইনস্টিটিউটের মহাপরিচালক লতিফুল ইসলাম শিবলী বলেন, আওয়ামী লীগ রবীন্দ্রনাথ ঠাকুর ও শেখ মুজিবুর রহমানকে দেবতা বানিয়েছিল। তাদেরকে এখন দেবতা থেকে মানুষের কাতারে আনা হবে।

শিল্পকলা একাডেমীর মহাপরিচালক সৈয়দ জামিল আহমেদ বলেন, তাজউদ্দিন আহমেদ মুক্তিযুদ্ধে সর্বোচ্চ ভূমিকা রাখলেও আওয়ামী লীগ সরকার তাকে মূল্যায়ন করেনি।

সারা দেশে বই পড়া কর্মসূচির আয়োজনের পাশাপাশি আওয়ামী লীগ সরকারের সময়ে বিদ্যমান কোটা পদ্ধতি বাতিল করে বই প্রকাশ ও প্রচারে উদ্যোগ নেয়া হবে বলে জানান জাতীয় গ্রন্থ কেন্দ্রের মহাপরিচালক আফসানা আহমেদ।

আপন দেশ/এমবি

মন্তব্য করুন ।। খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত,আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।

সম্পর্কিত বিষয়:

শেয়ার করুনঃ

সর্বশেষ

জনপ্রিয়