Apan Desh | আপন দেশ

ঢাকা-করাচি ফ্লাইট চায় পাকিস্তান

নিজস্ব প্রতিবদেক

প্রকাশিত: ১৮:৩৪, ২১ নভেম্বর ২০২৪

আপডেট: ২১:২১, ২১ নভেম্বর ২০২৪

ঢাকা-করাচি ফ্লাইট চায় পাকিস্তান

প্রতীকী ছবি

ঢাকা ও করাচির মধ্যে সরাসরি ফ্লাইট চালু করার জন্য পাকিস্তান বাংলাদেশকে অনুরোধ করেছে। ইসলামাবাদ সরকার বাংলাদেশের কাছে এ বিষয়ে প্রস্তাব পাঠিয়েছে বলে জানিয়েছেন পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র তৌফিক হাসান। বৃহস্পতিবার (২১ নভেম্বর) তিনি এ তথ্য জানান সাপ্তাহিক ব্রিফিংয়ে।

তৌফিক হাসান বলেন, পাকিস্তান ঢাকা ও করাচির মধ্যে সরাসরি ফ্লাইট পুনরায় চালু করতে চায়। এ ব্যাপারে প্রস্তাব বেসামরিক বিমান চলাচল মন্ত্রণালয়ে পাঠানো হয়েছে।

পাকিস্তান ইন্টারন্যাশনাল এয়ারলাইনস (পিআইএ) আগে ঢাকা ও করাচির মধ্যে সরাসরি ফ্লাইট চালাতো। পিআইএ কর্মী ও যাত্রীদের হয়রানির অভিযোগ তুলে এয়ারলাইনসটি ২০১৫ সালে ফ্লাইট বন্ধ করে দেয়।

ব্রিফিংয়ে তৌফিক হাসান জানান, এবারের জাতিসংঘ সাধারণ পরিষদের ৭৯তম অধিবেশনে প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস মোট ২৫ দ্বিপক্ষীয় বৈঠকে অংশ নেন যেখানে প্রায় সবক্ষেত্রেই রোহিঙ্গা সমস্যার কথা পর্যালোচনা করা হয়।

তিনি আরও জানান, এ ছাড়া বাংলাদেশ এ বিষয়ে একটি উচ্চপর্যায়ের সাইড ইভেন্ট আয়োজন করে। সেখানে প্রধান উপদেষ্টা তিনটি প্রস্তাব দেন যার অন্যতম ছিল অল স্টেকহোল্ডারস কনফারেন্স আয়োজনের আহবান। অতি সম্প্রতি জাতিসংঘের মহাসচিবকে প্রধান উপদেষ্টা এ বিষয়ে উদ্যোগ নেয়ার জন্য একটি চিঠি পাঠিয়ে বিশেষভাবে অনুরোধ জানান।

আপন দেশ/এমবি

মন্তব্য করুন ।। খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত,আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।

সম্পর্কিত বিষয়:

শেয়ার করুনঃ

সর্বশেষ

জনপ্রিয়