সারজিস আলম।
বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক সারজিস আলম বলেছেন, বাংলাদেশের রাজনৈতিক পরিস্থিতি ও দেশের উন্নতির জন্য ছাত্র-জনতার সমন্বয়ে একটি নতুন রাজনৈতিক দল গঠন করা প্রয়োজন। বুধবার (২১ নভেম্বর) একটি বেসরকারি টিভি চ্যানেলে সাক্ষাৎকার দেয়ার সময় তিনি এ মন্তব্য করেন।
সারজিস আলম আরও বলেন, বাংলাদেশের রাজনৈতিক প্রতিযোগিতা বর্তমানে দুটি দলের মধ্যে সীমাবদ্ধ হয়ে পড়েছে। যার ফলে দেশের উন্নয়ন তেমন গতিতে এগিয়ে যাচ্ছে না। যদি রাজনৈতিক পরিসরে নতুন শক্তির অভাব থাকে তবে দেশের জনগণের কল্যাণ, সমৃদ্ধি সম্পর্কে চিন্তা ও সিদ্ধান্তের জায়গা সীমিত হয়ে পড়ে। তাই ছাত্র-জনতাকে একত্রিত করে একটি নতুন রাজনৈতিক দল প্রতিষ্ঠা করা সময়ের দাবি।
আওয়ামী লীগের রাজনীতিতে ফেরা প্রসঙ্গে তিনি বলেন, বিচার না হওয়া পর্যন্ত আওয়ামী লীগকে কোনওভাবেই রাজনীতি করতে দেয়া হবে না। কেউ যদি মনে করে তারা নির্বাচনে অংশ নেবে আমরা জীবন দিয়ে হলেও তাদের প্রতিরোধ করব। প্রয়োজনে দ্বিতীয় আরেকটি অভ্যুত্থান হবে।
তরুণরা কৃষিতে এগিয়ে আসলে দেশ স্বয়ংসম্পূর্ণ হবে উল্লেখ করে এ সময় তিনি বলেন, আমদানি নির্ভরতার পরিবর্তে উৎপাদন বাড়িয়ে দেশকে খাদ্যে স্বয়ংসম্পূর্ণ করা হবে।
আপন দেশ/এমবি
মন্তব্য করুন ।। খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত,আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।