Apan Desh | আপন দেশ

বিচার বিভাগ সংস্কার: মতামত সংগ্রহে ওয়েবসাইট চালু

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ১৭:৩০, ২৩ নভেম্বর ২০২৪

আপডেট: ১৯:১২, ২৩ নভেম্বর ২০২৪

বিচার বিভাগ সংস্কার: মতামত সংগ্রহে ওয়েবসাইট চালু

ফাইল ছবি

বিচার বিভাগ সংস্কারের জন্য মতামত সংগ্রহ করতে ওয়েবসাইট চালু করেছে সরকার। সরকারি কমিশন www.jrc.gov.bd এ ওয়েবসাইটে জনগণের মতামত গ্রহণ করবে। শনিবার (২৩ নভেম্বর) বিচার বিভাগ সংস্কার কমিশনের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

এতে বলা হয়, বিচার বিভাগকে স্বাধীন, নিরপেক্ষ ও কার্যকর করতে প্রয়োজনীয় সংস্কার প্রস্তাব করার লক্ষ্যে অন্তবর্তী সরকার ‘বিচার বিভাগ কমিশন’ গঠন করেছে। বিচার বিভাগ সংস্কারের বিষয়ে অংশীজনদের মতামত সংগ্রহে কমিশন একটি ওয়েবসাইট চালু করেছে। ওয়েবসাইটে বিভিন্ন শ্রেণির জনগোষ্ঠী/ অংশীজনদের মতামত সংগ্রহের উদ্দেশ্যে পৃথক প্রশ্নমালা সন্নেবেশিত হয়েছে।

সংশ্লিষ্ট অংশীজনদের জন্য প্রযোজ্য প্রশ্নমালা পূরণপূর্বক আগামী ৭ ডিসেম্বরের মধ্যে মতামত প্রদানের জন্য কমিশন সাধারণ জনগণসহ বিজ্ঞ বিচারক, আইনজীবী ও আদালত সংশ্লিষ্ট সহায়ক কর্মচারীদের অনুরোধ জানিয়েছে।

এছাড়া বিচার বিভাগ সংস্কারের বিষয়ে কারো সুনির্দ্দিষ্ট প্রস্তাব থাকলে তা নির্ধারিত সময়ের মধ্যে প্রেরণ করতে অনুরোধ জানিয়েছে কমিশন। প্রস্তাবের সফট কপি কমিশনের ইমেইলে ([email protected],  [email protected]) ও প্রস্তাবের মুদ্রিত কপি কমিশনের ঠিকানায় (বিচার প্রশাসন প্রশিক্ষণ ইনস্টিটিউট, ১৫ কলেজ রোড, ঢাকা- ১০০০) প্রেরণ করা যাবে।

উল্লেখ্য, গত ৩ অক্টোবর সুপ্রিম কোর্টের আপিল বিভাগের অবসরপ্রাপ্ত বিচারপতি শাহ আবু নাঈম মমিনুর রহমানকে প্রধান করে বিচার বিভাগ সংস্কার কমিশন গঠন করে অন্তর্বর্তী সরকার।

এ সংক্রান্ত সরকারের প্রজ্ঞাপনে বলা হয়, কমিশন সংশ্লিষ্টদের মতামত বিবেচনা করে প্রস্তুতকৃত প্রতিবেদন পরবর্তী ৯০ দিনের মধ্যে সরকারের প্রধান উপদেষ্টার কাছে হস্তান্তর করবে। 

আপন দেশ/এমবি

মন্তব্য করুন ।। খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত,আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।

সম্পর্কিত বিষয়:

শেয়ার করুনঃ

সর্বশেষ

জনপ্রিয়