Apan Desh | আপন দেশ

‘সরকারি কর্মচারীদের জন্য স্বস্তির খবর’

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ২০:৪৪, ২৪ নভেম্বর ২০২৪

‘সরকারি কর্মচারীদের জন্য স্বস্তির খবর’

ফাইল ছবি

সরকারি কর্মচারীদের জন্য স্বস্তির খবর। তাদের সম্পদের হিসাব জমার সময় এক মাস বাড়ানো হয়েছে।  

আগামী ৩১ ডিসেম্বর পর্যন্ত সম্পদের হিসাব জমা দেয়া যাবে। রোববার (২৪ নভেম্বর) জনপ্রশাসন মন্ত্রণালয়ের এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

জনপ্রশাসন মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব আবু তাহের মো. মাসুদ রানা সই করা বিজ্ঞপ্তিতে বলা হয়, সরকারি কর্মচারীদের সম্পদ বিবরণীর তথ্য সিলগালা খামে কর্তৃপক্ষ বরাবর দাখিলের সময়সীমা ৩১ ডিসেম্বর পর্যন্ত বাড়ানো হলো।

নতুন সরকার গঠিত হওয়ার পর সরকারি ১৫ লাখ কর্মচারীকে সম্পদের হিসাব জমা দেয়ার বাধ্যবাধকতায় নিয়ে আসা হয়। আগামী ৩০ নভেম্বর পর্যন্ত সম্পদের হিসাব বিবরণী জমা দেয়ার সময় ছিল।

রোববার সচিবালয়ে এক সংবাদ সম্মেলনে জনপ্রশাসন মন্ত্রণালয়ের সিনিয়র সচিব মোখলেস উর রহমান বলেন, আমাদের ১৫ লাখ সরকারি কর্মচারী। অনেকেই বুঝতেছেন না কীভাবে হিসাব বিবরণী জমা দিতে হবে। জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর) যেহেতু রিটার্ন জমা জমা দেয়ার সময় এক মাস বাড়িয়েছে। আমরাও এক মাস বাড়ানোর সিদ্ধান্ত নিয়েছি।

আপন দেশ/এবি

মন্তব্য করুন ।। খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত,আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।

শেয়ার করুনঃ

সর্বশেষ

জনপ্রিয়