Apan Desh | আপন দেশ

ড. মাহবুবুর রহমান মোল্লা কলেজে আইনশৃঙ্খলা বাহিনী মোতায়েন

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ১৫:০৮, ২৫ নভেম্বর ২০২৪

ড. মাহবুবুর রহমান মোল্লা কলেজে আইনশৃঙ্খলা বাহিনী মোতায়েন

ছবি : সংগৃহীত

তিন কলেজের শিক্ষার্থীদের মধ্যে সংঘর্ষে রণক্ষেত্র পরিনত হয়েছে ড. মাহবুবুর রহমান মোল্লা কলেজ (ডিএমআরসি) এলাকা। ঢাকার ডেমরায় ডিএমআরসি ভবনে ব্যাপক ভাঙচুর চালিয়েছে কবি নজরুল সরকারি কলেজ ও সোহরাওয়ার্দী কলেজের শিক্ষার্থীরা। পরিস্থিতি নিয়ন্ত্রণেমোল্লা কলেজে বিপুল সংখ্যক আইনশৃঙ্খলা বাহিনা মোতায়েন করা হয়েছে।

সোমবার (২৫ নভেম্বর) দুপুর ১২টার দিকে উভয় পক্ষের মধ্যে দফায় দফায় সংঘর্ষ হয়। বেলা ২টার দিকেও থেমে থেমে সংঘর্ষ চলছিল।

এক শিক্ষার্থীর মৃত্যুর ঘটনা কেন্দ্র করে সংঘর্ষে জ ড. মাহবুবুর রহমান মোল্লা কলেজ (ডিএমআরসি) ও কবি নজরুল ও সোহরাওয়ার্দী কলেজের শিক্ষার্থীরা। চিকিৎসকের অবহেলায় শিক্ষার্থীর মৃত্যু হয়েছে— এমন অভিযোগে রোববার সংঘর্ষে জড়ান বিভিন্ন কলেজের শিক্ষার্থীরা। ন্যাশনাল মেডিকেল ও সোহরাওয়ার্দী কলেজে ব্যাপক ভাঙচুর চালানো হয়। ওই ঘটনার জবাব দিতে গতকালই ‘মেগা মানডে’ ঘোষণা করে সরকারি শহীদ সোহরাওয়ার্দী কলেজ ও কবি নজরুল সরকারি কলেজের শিক্ষার্থীরা। 

ঘোষণা অনুযায়ী সোমবার সকাল থেকে কবি নজরুল ও সোহরাওয়ার্দী কলেজের শিক্ষার্থীরা বাহাদুর শাহ পার্কের সামনে লাঠিসোঁটা নিয়ে জড়ো হতে থাকেন। সেখান থেকে হাজারো শিক্ষার্থী ডেমরার মাহবুবুর রহমান মোল্লা কলেজের উদ্দেশ্যে রওয়ানা হয় হেঁটে। 

এরপর মাহবুবুর রহমান মোল্লা কলেজে পৌঁছানোর পর সেখানে ব্যাপক তাণ্ডব চালান তারা। মাইকিং করে কলেজটিতে এই ভাঙচুর চালানো হয়। এসময় দুই কলেজের শিক্ষার্থীরা ‘মোল্লার চামড়া, তুলে নেবো আমরা’সহ বিভিন্ন স্লোগান দেন।

প্রত্যক্ষদর্শীরা জানিয়েছে, হামলার পর মাহবুবুর রহমান মোল্লা কলেজের গেট ভাঙচুর করে ভেতরে ঢুকে প্রতিষ্ঠানটির চেয়ার, কম্পিউটার-ল্যাপটপ-ডকুমেন্টসহ মূল্যবান অসংখ্য জিনিস লুটপাট করে নিয়ে যাচ্ছেন কবি নজরুল সরকারি কলেজ ও সোহরাওয়ার্দী কলেজের শিক্ষার্থীরা। ফলে ধ্বংসস্তূপে পরিণত হয়েছে ডেমরার এ কলেজটি। তবে হামলা থেকে রক্ষা পেতে কলেজের গেট বন্ধ করে দিয়েছেন মোল্লা কলেজের শিক্ষার্থীরা।

সোহরাওয়ার্দী কলেজের শিক্ষার্থীরা বলেন, গতকাল ডিএমআরসির নেতৃত্বে ঢাকার বেশ কয়েকটি কলেজ একত্রিত হয়ে কবি নজরুল ও সোহরাওয়ার্দী কলেজে হামলা ও ভাঙচুর চালায়। এ ঘটনায় সোহরাওয়ার্দী কলেজের অনেক ক্ষয়ক্ষতি হয়েছে।

এদিকে কবি নজরুল সরকারি কলেজের অধ্যক্ষ অধ্যাপক ড. মো. হাবিবুর রহমান আন্দোলনরত শিক্ষার্থীদের শান্ত করার জন্য মাইকিং করে বলেন, তোমরা শান্ত হও, তোমাদের সঙ্গে আমরা আছি। গতকালকের ঘটনায় অনুপ্রবেশকারীরা ছিল, আজও এখানে অনুপ্রবেশকারী আছে বলে মনে হচ্ছে। গতকাল সন্ত্রাসীরা কবি নজরুল ও সোহরাওয়ার্দী কলেজে হামলা চালিয়েছে। তাদের চিহ্নিত করে আইনের আওতায় আনা হবে।

ডিএমপির মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের উপ-পুলিশ কমিশনার (ডিসি) মুহাম্মদ তালেবুর রহমান বলেন, ঘোষণার পর থেকে পুলিশ সতর্ক অবস্থানে ছিল। পুলিশ ঘটনাস্থলে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে কাজ করছে।

আপন দেশ/জেডআই

মন্তব্য করুন ।। খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত,আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।

শেয়ার করুনঃ

সর্বশেষ

জনপ্রিয়