ফাইল ছবি
অহিংস গণঅভ্যুত্থান বাংলাদেশের আহ্বায়ক আ ব ম মোস্তফা আমীনকে আটক করেছে পুলিশ। শাহবাগে জনসভার পর ‘বিনা সুদে লাখ টাকা ঋণ’ দেয়ার কথা বলে মানুষ জড়ো করার চেষ্টা করেন তিনি।
সোমবার (২৫ নভেম্বর) সন্ধ্যায় তাকে আটক করা হয়। বিষয়টি নিশ্চিত করেছেন শাহবাগ থানার ওসি মোহাম্মদ খলিল মনসুর।
তিনি জানান, বিদেশে পাচার করা অর্থ দেশে ফিরিয়ে জনপ্রতি এক লাখ টাকা ঋণ দেয়া হবে। এজন্য শাহবাগে বিশাল সমাবেশে জড়ো হতে হবে।
এমন প্রচারণা চালিয়ে রাজধানীর শাহবাগে লক্ষাধিক মানুষ জড়ো করে পরিস্থিতি অস্থিতিশীল করার চেষ্টার অভিযোগ উঠেছে অহিংস গণঅভ্যুত্থান বাংলাদেশের বিরুদ্ধে। এ অবস্থায় সংগঠনটির আহবায়কে আটক করা হয়েছে।
আপন দেশ/এমবি
মন্তব্য করুন ।। খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত,আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।