ফাইল ছবি
সরকারি শহীদ সোহরাওয়ার্দী কলেজ, কবি নজরুল কলেজ ও ড. মাহবুবুর রহমান মোল্লা কলেজের শিক্ষার্থীদের মধ্যে সংঘর্ষ হয়েছে। এ ঘটনায় ২৫ জন আহত হয়েছেন। এ তথ্য জানিয়েছে ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি)। তবে সোশ্যালমিডিয়ায় কয়েকজন নিহত হওয়ার খবর প্রচারিত হয়। তবে পুলিশ নিশ্চিত করেছে, এতে কোনো শিক্ষার্থী নিহত হয়নি। অপপ্রচার থেকে সবাইকে বিরত থাকার অনুরোধ জানিয়েছে ডিএমপি।
সোমবার (২৫ নভেম্বর) সন্ধ্যায় ডিএমপির মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের উপ-পুলিশ কমিশনার (ডিসি) মুহাম্মদ তালেবুর রহমান এ তথ্য নিশ্চিত করেছেন।
সংঘর্ষের সূত্রপাত হয় ১৬ নভেম্বর। ডেমরার ড. মাহবুবুর রহমান মোল্লা কলেজের ছাত্র অভিজিৎ হাওলাদার ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে ঢাকা ন্যাশনাল মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি হন। পরে ১৮ নভেম্বর তার মৃত্যু হয়। পরবর্তী সময়ে তার পরিবারের অভিযোগে হাসপাতালে ভাঙচুর শুরু হয়। ২০ নভেম্বর আবারও কলেজের শিক্ষার্থীরা হাসপাতালে হামলা চালায়। এতে পরিস্থিতি উত্তেজিত হয়ে ওঠে।
এ ঘটনার পর ড. মাহবুবুর রহমান মোল্লা কলেজের শিক্ষার্থীরা অন্যান্য কলেজের শিক্ষার্থীদের সঙ্গে একাত্মতা ঘোষণা করতে শাহবাগে জড়ো হতে শুরু করে। ২৫ নভেম্বর প্রায় ১২ থেকে ১৫ হাজার শিক্ষার্থী শহীদ সোহরাওয়ার্দী কলেজ ও কবি নজরুল কলেজ থেকে ডেমরা এলাকাতে গিয়ে ব্যাপক ভাঙচুর ও লুটপাট চালায়। পুলিশ কঠোরভাবে পরিস্থিতি নিয়ন্ত্রণের চেষ্টা করলেও শিক্ষার্থীরা পুলিশকে উপেক্ষা করে হামলা চালায়।
এ পরিস্থিতির মধ্যে ডিএমপি জানিয়েছে, সংঘর্ষের পরবর্তী সময়ে রাজধানীর বিভিন্ন কলেজের শিক্ষার্থীদের মধ্যে উত্তেজনা বাড়ছে। ফলে কয়েকটি সংঘর্ষের ঘটনা ঘটছে। পুলিশ শৃঙ্খলা বজায় রাখার জন্য আগেই প্রয়োজনীয় ব্যবস্থা নিয়েছে। তবে উত্তেজিত শিক্ষার্থীরা পুলিশি বাধা উপেক্ষা করে হামলা চালিয়ে পরিস্থিতি আরো জটিল করেছে।
আপন দেশ/এমবি
মন্তব্য করুন ।। খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত,আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।