Apan Desh | আপন দেশ

যৌথ বাহিনীর অভিযানে ৫০ কোটি টাকার বনভূমি উদ্ধার 

গাজীপুর প্রতিনিধি

প্রকাশিত: ১৯:৪০, ২৬ নভেম্বর ২০২৪

আপডেট: ১৯:৫১, ২৬ নভেম্বর ২০২৪

যৌথ বাহিনীর অভিযানে ৫০ কোটি টাকার বনভূমি উদ্ধার 

ছবি: আপন দেশ

গাজীপুরে যৌথ বাহিনীর অভিযানে ৫০ কোটি টাকার বনভূমি উদ্ধার করা হয়েছে। মঙ্গলবার (২৬ নভেম্বর) গাজীপুরের শ্রীপুর উপজেলার রাজেন্দ্রপুর পূর্ব বিটের কাপিলাতলী মৌজায় এ অভিযান পরিচালনা করা হয়। এর অভিযান পরিচালনার নির্দেশ দেন পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান।

অভিযানে ১২০টি অবৈধ নির্মাণ উচ্ছেদ করা হয়। যার মধ্যে ছিল নির্মাণাধীন ও সদ্য নির্মিত ঘরবাড়ি ও স্থাপনা। এসময় প্রায় ৬ একর বনভূমি পুনরুদ্ধার করা হয়। যার বাজারমূল্য প্রায় ৫০ কোটি টাকা।

এটি ছিল জেলা প্রশাসন গাজীপুরের তত্ত্বাবধানে ও শ্রীপুর উপজেলা নির্বাহী অফিসারের নেতৃত্বে পরিচালিত একটি যৌথ অভিযান। অভিযানে সেনাবাহিনী, র‍্যাব, বন বিভাগ ও পুলিশ অংশ নেয়।

বনভূমি, বন্যপ্রাণী ও জীববৈচিত্র্য রক্ষায় এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে বলে জানানো হয়েছে।

আপন দেশ/এমবি

মন্তব্য করুন # খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।

সম্পর্কিত বিষয়:

শেয়ার করুনঃ

সর্বশেষ

জনপ্রিয়