
ভারতে নিযুক্ত বাংলাদেশের নতুন হাইকমিশনার এম রিয়াজ হামিদুল্লাহ
ছাত্র জনতার বিপ্লবে সরকার পতনের পর দেশের প্রায় সবত্রই পরিবর্তনের জোয়ার বইছে। বিচার বিভাগ থেকে শুরু করে ক্রীড়াঙ্গন পর্যন্ত লেগেছে পরিবর্তনের ছোঁয়া। বিভিন্ন দেশে বাংলাদেশের কুটনৌতিক মিশনেও সে ধারা অব্যাহত আছে। তারেই প্রেক্ষিতে এবার ভারতে নতুন হাইকমিশনার নিয়োগ দিয়েছে সরকার।
দিল্লিতে বাংলাদেশের পরবর্তী হাইকমিশনার হিসেবে পেশাদার কূটনীতিক রিয়াজ হামিদুল্লাহকে মনোনীত করা হয়েছে। বহুপাক্ষিক অর্থনীতি ও কানেক্টিভিটিতে ভালো দখল থাকায় তাকে নির্বাচন করা হয়েছে।
চলতি সপ্তাহে দিল্লিতে রিয়াজের বিষয়ে এগ্রিমো পাঠানো হয়েছে। রীতি অনুযায়ী হোস্ট কান্ট্রির (দিল্লির) সবুজ সংকেত পেলেই দূত পাঠাতে পারবে ঢাকা।
ঢাকা-দিল্লির কূটনীতিক সূত্র এ তথ্য নিশ্চিত করেছে। এদিকে, ভারতীয় গণমাধ্যম টাইমস নাউ মঙ্গলবার এক প্রতিবেদন দিল্লির বাংলাদেশ মিশনের পরবর্তী হাইকমিশনার হিসেবে রিয়াজ হামিদুল্লাহর কথা জানিয়েছে।
জানা যায়, শেখ হাসিনার পতনের পর ঢাকা-দিল্লির সম্পর্ক অবনতি হয়েছে। ভারতের সঙ্গে সম্পর্ক স্বাভাবিকে নিতে চায় ঢাকা। তারই পদক্ষেপ হিসেবে দিল্লিতে পরবর্তী দূত নির্বাচনে বেশ চুলচেরা বিশ্লেষণ করে পদক্ষেপ নিয়েছে পররাষ্ট্র মন্ত্রণালয়।
অতিরিক্ত পররাষ্ট্র সচিব রিয়াজ হামিদুল্লাহ বর্তমানে সদর দপ্তরে আঞ্চলিক সংস্থা ও বহুপাক্ষিক অর্থনৈতিক বিষয়াবলির দেখভাল করছেন। শেখ হাসিনা সরকার পতনের আগে ১৫তম ব্যাচের মেধা তালিকায় প্রথম পেশাদার এই কূটনীতিককে নেদারল্যান্ডস থেকে ঢাকায় ফেরানো হয়। তিনি তখন নেদারল্যান্ডসে বাংলাদেশের রাষ্ট্রদূতের দায়িত্ব পালন করছিলেন। রিয়াজের ঢাকায় ফেরায় চুক্তিভিত্তিক নিয়োগে থাকা সাবেক পররাষ্ট্র সচিব মাসুদ বিন মোমেনের উত্তরসূরি হওয়ার সম্ভাবনাও তৈরি হয়।
তবে সরকার পরিবর্তনে ড. মুহাম্মদ ইউনূসের নেতৃত্বাধীন সরকার গঠনের পর সাবেক পররাষ্ট্রসচিব মাসুদ বিন মোমনকে চুক্তিভিত্তিক দায়িত্বের পুরোটা সময় শেষ করার আগেই বিদায় নিতে হয়। আর চীনে থাকা বাংলাদেশের রাষ্ট্রদূত মো. জসীম উদ্দিনকে মাসুদ বিন মোমেনের স্থলাভিষিক্ত করা হয়। তিনি বর্তমানে পররাষ্ট্র সচিবের দায়িত্ব পালন করছেন।
পেশাদার কূটনীতিক রিয়াজ হামিদুল্লাহর চাকরির মেয়াদ শেষ হবে ২০২৯ সালের সেপ্টেম্বর। রাষ্ট্রদূত হামিদুল্লাহ নেদারল্যান্ডসের আগে শ্রীলংকায় বাংলাদেশের হাইকমিশনার ছিলেন।
আপন দেশ/জেডআই
মন্তব্য করুন ।। খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত,আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।