Apan Desh | আপন দেশ

‘‌শিশুর সঙ্গে খারাপ কাজে জড়িত চিন্ময়ের দায় নেবে না ইসকন’

নিজস্ব প্রতিবদেক

প্রকাশিত: ১৪:৫০, ২৮ নভেম্বর ২০২৪

আপডেট: ১৫:১৯, ২৮ নভেম্বর ২০২৪

‘‌শিশুর সঙ্গে খারাপ কাজে জড়িত চিন্ময়ের দায় নেবে না ইসকন’

চিন্ময় কৃষ্ণ দাস ও চারু চন্দ্র দাস ব্রক্ষ্মচারী

শিশুর সঙ্গে খারাপ কাজসহ নানা বিতর্কিত কর্মকাণ্ডের জন্য চিন্ময় কৃষ্ণ দাসকে ইসকন থেকে বহিষ্কৃত করা হয়। বহিষ্কৃত চিন্ময় কৃষ্ণ দাসের দায় ইসকন নেবে না। চিন্ময়ের বক্তব্য একান্তই তার নিজের। এ মন্তব্য করেছেন আন্তর্জাতিক কৃষ্ণভাবনামৃত সংঘ (ইসকন) এর সাধারণ সম্পাদক চারু চন্দ্র দাস ব্রক্ষ্মচারী।

বৃহস্পতিবার (২৮ নভেম্বর) রাজধানীর স্বামীবাগ আশ্রমে অনুষ্ঠিত সংবাদ সম্মেলনে এ কথা বলেন তিনি।

চারু চন্দ্র দাস ব্রক্ষ্মচারী বলেন, চিন্ময় কৃষ্ণ দাসকে কেন্দ্র করে ভারতের মন্তব্যের সঙ্গেও ইসকনের কোনো সম্পৃক্ততা নেই। কোনো দেশের কোনো ব্যক্তি চিন্ময়কে নিয়ে কি উদ্যোগ নিলো বা কি বললো তার জন্য ইসকন দায়ী নয়।

আরও পড়ুন>>>চিন্ময় দাসের গ্রেফতার নিয়ে প্রতিক্রিয়া জানাল ভারত

তিনি আরও বলেন, চট্টগ্রাম আইনজীবী হত্যায় ইসকনকে অন্যায়ভাবে জড়িয়ে মিথ্যাচার চলছে। একই সঙ্গে সড়ক দুর্ঘটনায়ও ইসকন দায়ী নয়। শিশুর সঙ্গে খারাপ কাজসহ নানা বিতর্কিত কর্মকাণ্ডের জন্য তাকে অনেক আগেই চিন্ময় কৃষ্ণ দাসকে সংগঠন থেকে অব্যাহতি দেয়া হয়েছে।

আপন দেশ/এমবি

মন্তব্য করুন ।। খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত,আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।

সম্পর্কিত বিষয়:

শেয়ার করুনঃ

সর্বশেষ

জনপ্রিয়