প্রধান উপদেষ্টা প্রফেসর মুহাম্মদ ইউনূস। ছবি: সংগৃহীত
আমাকে রংপুরের উপদেষ্টা হিসেবে বিবেচনা করুন। আমি নিজেকে রংপুরের সন্তান বলে মনে করি। কারণ জুলাই বিপ্লবের শহিদ আবু সাঈদের সাহস এবং ত্যাগ আমাকে গভীরভাবে অনুপ্রাণিত করেছে। এসব কথা বলেছেন প্রধান উপদেষ্টা প্রফেসর মুহাম্মদ ইউনূস।
বৃহস্পতিবার (২৮ নভেম্বর) বিকেলে রাজধানীর তেজগাঁওয়ে নিজ কার্যালয়ে শহিদ আবু সাঈদের পরিবারের সদস্যদের স্বাগত জানিয়ে তাদেরকে তিনি এসব কথা বলেন।
এ সময় একটি সংক্ষিপ্ত অনুষ্ঠানের মাধ্যমে প্রধান উপদেষ্টা শহিদ আবু সাঈদ ফাউন্ডেশনের সনদপত্র এ শহিদ পরিবারের হাতে তুলে দেন।
সনদপত্রটি গ্রহণ করেন শহিদ আবু সাঈদের পিতা মকবুল হোসেন। এ সময় উপস্থিত ছিলেন শহিদ আবু সাঈদের ভাতিজা মো. লিটন মিয়া।
প্রধান উপদেষ্টা শহিদ আবু সাঈদের বাবা-মায়ের স্বাস্থ্যের খোঁজখবর নেন। সেসঙ্গে সরকারের পক্ষ থেকে তাদেরকে সব ধরনের সহায়তার আশ্বাস দেন।
এ অনুষ্ঠানটি শহিদ আবু সাঈদের পরিবারের প্রতি বর্তমান সরকারের শ্রদ্ধা এবং দায়বদ্ধতার একটি প্রতীক হিসেবে প্রতীয়মান হয়।
আপন দেশ/কেএইচ
মন্তব্য করুন ।। খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত,আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।