Apan Desh | আপন দেশ

সুষ্ঠু তদন্তের পর সংগঠন নিষিদ্ধের সিদ্ধান্ত: মাহফুজ আলম

নিজস্ব প্রতিবদেক

প্রকাশিত: ২১:৪০, ২৮ নভেম্বর ২০২৪

আপডেট: ২১:৪৬, ২৮ নভেম্বর ২০২৪

সুষ্ঠু তদন্তের পর সংগঠন নিষিদ্ধের সিদ্ধান্ত: মাহফুজ আলম

প্রধান উপদেষ্টার প্রেস উইংয়ের সংবাদ সম্মেলনে উপদেষ্টা মাহফুজ আলম।

অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা মাহফুজ আলম বলেছেন, কোনো সংগঠনকে নিষিদ্ধ করার বিষয়ে সুষ্ঠু তদন্তের মাধ্যমে সিদ্ধান্ত নেয়া হবে।

বৃহস্পতিবার (২৮ নভেম্বর) রাজধানীর ফরেন সার্ভিস অ্যাকাডেমিতে উপদেষ্টা পরিষদের বৈঠক শেষে এ কথা জানান তিনি।

মাহফুজ আলম আরও বলেন, নির্বাচনের জন্য সব কার্যক্রম চলছে। তবে নির্বাচন পেছানোর আগে সংস্কারের প্রয়োজন রয়েছে। সব রাজনৈতিক দলের সঙ্গে আলোচনা করে পরবর্তী পদক্ষেপ নেয়া হবে।

তিনি বলেন, প্রধান উপদেষ্টার সঙ্গে বৈঠক হয়েছে বিএনপি ও জামায়াতে ইসলামীর। বৈঠকে তারা  সব রাজনৈতিক দল ও অংশীজনের সঙ্গে আলোচনা করার কথা বলেছেন। কোনও ধরনের কমিউনিকেশন গ্যাপ যাতে না থাকে সেজন্য তারা এ পরামর্শ দিয়েছেন।

একই সংবাদ সম্মেলনে বন, পরিবেশ ও জলবায়ু উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান বলেন, বিভিন্ন মহল থেকে আন্তর্জাতিক শ্রীকৃষ্ণ ভাবনামৃত সংঘকে (ইসকন) নিষিদ্ধের দাবি উঠছে। তবে এ বিষয়ে সরকারের মধ্যে কোনো আলোচনা হয়নি। ব্যক্তির অপরাধের সঙ্গে সংস্থার অপরাধ আমরা মিলিয়ে ফেলব না।

রিজওয়ানা আরও বলেন, আমরা দেখেছি সবকিছু আলোচনার মাধ্যমেই সমাধান হচ্ছে। ফলে যে কোনো বিষয়েই রাস্তায় নামার প্রয়োজন নেই। সরকারের সঙ্গে আলোচনা করে সে বিষয়ে সমাধান করা সম্ভব।

ছোট ছোট বিষয় নিয়ে বিরোধে না জড়ানোর আহবান উপদেষ্টা রিজওয়ানা হাসান বলেন,‘ছাত্রদের ওপর দেশের মানুষের যে আস্থা রয়েছে, সেটা নষ্ট করা যাবে না। ছোট ছোট বিরোধ করে গণ-অভ্যুত্থানকে ক্ষুণ্ন হতে দেয়া যাবে না। আমরা বন্যার সময়েও দেখেছি দেশের মানুষের আস্থার জায়গায় ছিল ছাত্ররা।

আপন দেশ/এমবি

মন্তব্য করুন ।। খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত,আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।

শেয়ার করুনঃ

সর্বশেষ

জনপ্রিয়