ছবি: সংগৃহীত
আজ আন্তর্জাতিক ফিলিস্তিন সংহতি দিবস। দিনটিকে ঘিরে ‘মার্চ ফর প্যালেস্টাইন’ কর্মসূচি পালন করবে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন। এছাড়া, এদিন পতাকা মিছিল ও সাংস্কৃতিক সন্ধ্যাও ঘোষণা করা হয়েছে।
শুক্রবার (২৯ নভেম্বর) দুপুর ১২টার দিকে এক ফেসবুক পোস্টে বিষয়টি নিশ্চিত করেন সমন্বয়ক হাসনাত আবদুল্লাহ।
ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাজু ভাস্কর্যে বিকেল তিনটার দিকে এ কর্মসূচির ডাক দেয়া হয়। এতে দেশের সর্ববৃহৎ ফিলিস্তিন পতাকা নিয়ে মিছিল করা হবে বলে জানানো হয়।
এছাড়া, ‘Where Palestine Met July’ শিরোনামে সন্ধ্যা ৬টায় টিএসসির পায়রা চত্বরে ইসরাইলি আগ্রাসনের বিরুদ্ধে সাংস্কৃতিক সন্ধ্যাও আয়োজন করা হবে। হাসনাত পোস্টে লিখেন, সকলের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ একান্ত প্রয়োজন।
উল্লেখ্য, ১৯৭৭ সালে জাতিসংঘ সাধারণ পরিষদ প্রতিবছর ২৯ নভেম্বর ফিলিস্তিনের প্রতি সংহতি প্রকাশে আন্তর্জাতিক এ দিবসটি পালনের আহ্বান জানায়। এর ১০ বছর পরে ১৯৮৭ সালের ২৯ নভেম্বর জাতিসংঘ সাধারণ পরিষদে ফিলিস্তিন রাষ্ট্র প্রতিষ্ঠার প্রস্তাব অনুমোদিত হয়। এরপর থেকে দিনটি আন্তর্জাতিক ফিলিস্তিনি সংহতি দিবস হিসেবে পালন হয়ে আসছে।
আপন দেশ/কেএইচ
মন্তব্য করুন ।। খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত,আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।