Apan Desh | আপন দেশ

আমাদের প্রধান কাজ গণহত্যার বিচার, সংস্কার, নির্বাচন: আসিফ নজরুল

নিজস্ব প্রতিবদেক

প্রকাশিত: ২০:৫৯, ৩০ নভেম্বর ২০২৪

আপডেট: ২১:১৩, ৩০ নভেম্বর ২০২৪

আমাদের প্রধান কাজ গণহত্যার বিচার, সংস্কার, নির্বাচন: আসিফ নজরুল

আইন, বিচার ও সংসদ বিষয়ক উপদেষ্টা ড. আসিফ নজরুল।

আইন, বিচার ও সংসদ বিষয়ক উপদেষ্টা ড. আসিফ নজরুল বলেছেন, আমাদের প্রধান কাজ গণহত্যার বিচার, সংস্কার ও নির্বাচন। বিপ্লব পরবর্তী সরকারের কাছে জনগণের অনেক প্রত্যাশা থাকে। এজন্য তাদের কাজের প্রতি জনগণের প্রত্যাশা অনেক বেশি। আমাদের কাজের সমালোচনা করুন সমস্যা নেই। কিন্তু যখন ব্যক্তিগত চরিত্র নিয়ে কথা বলা হয় তখন বোঝা যায় যে ফ্যাসিস্টদের পুনর্বাসনের চেষ্টা করা হচ্ছে।

তিনি আরও বলেন,  ভারতের স্ক্রিপ্টে দেশে ষড়যন্ত্র করা হচ্ছে। এ সরকারের সফলতা নিশ্চিত হলে আমরা ফ্যাসিস্ট শেখ হাসিনার বিচার করতে পারবো। ছাত্র জনতার আত্মদানের সফলতার জন্য পরাজিত ফ্যাসিস্টদের বিরুদ্ধে রুখে দাঁড়াতে হবে। 

শনিবার (৩০ নভেম্বর) বিকালে বাংলাদেশ সংবাদ সংস্থা (বাসস) আয়োজিত “স্মৃতির মিনার - গণঅভ্যুত্থান ২০২৪” শীর্ষক আলোচনা সভায় এসব কথা বলেন তিনি। জাতীয় প্রেস ক্লাবের তোফাজ্জল হোসেন মানিক মিয়া হলে এ আলোচনা অনুষ্ঠিত হয়। এতে আরো বক্তব্য রাখেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম।

আসিফ নজরুল বলেছেন, আমাদের প্রধান কাজ গণহত্যার বিচার, সংস্কার ও নির্বাচন। বিপ্লব পরবর্তী সরকারের কাছে জনগণের অনেক প্রত্যাশা থাকে। এজন্য জনগণের প্রত্যাশা অনেক বেশি। আমাদের কাজের সমালোচনা করুন সমস্যা নেই। কিন্তু যখন ব্যক্তিগত চরিত্র নিয়ে কথা বলা হয়। তখনই বোঝা যায় যে ফ্যাসিস্টদের পুনর্বাসনের চেষ্টা করা হচ্ছে।

এ উপদেষ্টা আরও বলেন, ভারতের স্ক্রিপ্টে দেশে ষড়যন্ত্র করা হচ্ছে। এ সরকারের সফলতা নিশ্চিত হলে ‘আমরা ফ্যাসিস্ট শেখ হাসিনার বিচার করতে পারবো’।

ড. আসিফ নজরুল আরও বলেন,  শিক্ষার্থী, বেকার, চাকরিজীবী, রিকশাওয়ালা—সবাই মিলে আমাদের দেশকে ডাইনির হাত থেকে রক্ষা করতে হবে। আমাদের এ আন্দোলন ব্যর্থ হলে বাংলাদেশ কাশ্মিরে পরিণত হবে। আমাদের কাজ হচ্ছে ছাত্র জনতার আত্মদান দিয়ে অর্জিত স্বাধীনতা রক্ষা করা।

জুলাই-আগস্ট অভ্যুত্থান আন্দোলনের সাথে নিজের সম্পর্ক তুলে ধরে আসিফ নজরুল বলেন, আগস্টের নির্মম গণহত্যার ফুটেজগুলো দেখার পর এখনো গা শিউরে উঠে। তিনি আবু সাঈদ, মুগ্ধ, রাফসানদের অবদান কখনো ভুলতে পারবো না। আমরা তাদের কাছে অনেক ঋণী। তাদের আত্মবলিদান আমাদের পথপ্রদর্শক।

তিনি আরও বলেন, ৭১ সালের পর রক্ষীবাহিনী গঠন করে ফ্যাসিস্ট সরকার হাজার হাজার মানুষ হত্যা করেছিল। দেশে দুর্ভিক্ষ তৈরি হয়েছিল। আর গত ১৫ বছরে ফ্যাসিস্ট শেখ হাসিনা গোটা দেশটাকে খুনের রাজ্যে পরিণত করেছে। শেখ হাসিনার ১৫ বছরের লুটপাট, জুলুম, নির্যাতন ও ফ্যাসিবাদী আচরণের ফলে দেশের জনগণ এক ভয়ংকর বিভীষিকায় পড়েছিল।

আন্দোলনের সময় গণমাধ্যমের ভূমিকার প্রসঙ্গ টেনে ড. আসিফ নজরুল বলেন,  পত্রিকাগুলো প্রথমদিকে সাহস দেখাতে পারেনি। তবে ক্রুশিয়াল টাইমে তারা প্রশংসনীয় ভূমিকা রেখেছে। 

তিনি আরও বলেন, একটি ভিডিওতে দাবি করা হয়েছে ৩ আগস্ট আমি নাকি ক্যান্টনমেন্টে ছিলাম। ভারতীয় দালালদের সঙ্গে গোপন বৈঠক করেছিলাম। এসব দেখে আমি অবাক হয়েছি। মিথ্যা বলারও একটা সীমা থাকা দরকার।

তিনি আরো বলেন, অ্যান্টি-গভর্নমেন্ট অপপ্রচারকারীরা আন্দোলনকে নস্যাৎ করার জন্য বহু ষড়যন্ত্র করেছিল। যার একটি অংশ ছিল ব্যক্তিগত চরিত্র হরণ করা।

শেখ হাসিনার দুর্নীতি ও লুটপাটের প্রসঙ্গে আসিফ নজরুল বলেন, এ দেশকে লুট করা ফ্যাসিস্ট খুনি মহিলা যখন বলেন, তোমরা ১৮ কোটি মানুষকে খাওয়াচ্ছ, রোহিঙ্গাদের খাওয়াতে পারবেন না? তখন এর চেয়ে মিথ্যাবাদী আর কিছু হতে পারে না।

তিনি আরো বলেন, শেখ হাসিনা ও তার সাঙ্গপাঙ্গদের দুর্নীতির বিচার করতে হবে। কিন্তু যেই দুর্নীতি দমন কমিশন তাদের বিরুদ্ধে ব্যবস্থা নিবে, সেটি ফ্যাসিস্ট আওয়ামী লীগের তৈরি কমিশন। আওয়ামী দুর্নীতিবাজদের বিচার করতে হলে প্রথমে দুদকের সংস্কার করতে হবে।

আসিফ নজরুল আরও বলেন, জুলাই অভ্যুত্থানের আগে নিরাপদ সড়ক চাই আন্দোলনেও পুলিশ ছাড়াও ছাত্রলীগ ও যুবলীগের সন্ত্রাসীরা হেলমেট পরে অস্ত্র নিয়ে ছাত্র-জনতার ওপর ঝাঁপিয়ে পড়েছিল।

এ আলোচনায় প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম বলেন, ৯০-এর আন্দোলনে যে ধরনের জার্নালিজম হয়নি। সেটাই ২০২৪ সালে জুলাই-আগস্ট অভ্যুত্থানে সাংবাদিকরা দেখিয়েছেন। ৭১ সালের জার্নালিজম অনেক দুর্বল ছিল। তবে ২০২৪ সালে সাংবাদিকরা সাহসী ভূমিকা রেখেছেন।

তিনি আরও বলেন, ১৭ জুলাই ইন্টারনেট বন্ধ করে দেয়ার পর এএফপি একমাত্র বিকল্প পদ্ধতিতে ইন্টারনেট ব্যবহার করেছে। পরের দিন ঢাকার যে-সব ফুটেজ ও ছবি পাঠানো হয়েছে। তা সব এএফপি থেকেই পাঠানো হয়েছিল।

আপন দেশ/এমবি

মন্তব্য করুন ।। খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত,আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।

শেয়ার করুনঃ

সর্বশেষ

জনপ্রিয়