Apan Desh | আপন দেশ

লুটপাটের চিত্র পাঠ্যবইয়ে আসা উচিত: প্রেস সচিব

নিজস্ব প্রতিবদেক

প্রকাশিত: ১৯:১৫, ১ ডিসেম্বর ২০২৪

আপডেট: ২১:৩৫, ১ ডিসেম্বর ২০২৪

লুটপাটের চিত্র পাঠ্যবইয়ে আসা উচিত: প্রেস সচিব

প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম।

বাংলাদেশের আর্থিক খাতের লুটপাটের চিত্র পাঠ্যবইয়ে আসা উচিত। শিক্ষার্থীদের এ বিষয়ে সচেতন করা উচিত বলে মনে করেন প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস।

রোববার (১ ডিসেম্বর) ফরেন সার্ভিস একাডেমিতে সমসাময়িক বিষয়ে আয়োজিত ব্রিফিংয়ে এমন তথ্য জানান প্রেস সচিব শফিকুল আলম।

প্রেস সচিব বলেন, উন্নয়নের বয়ানের পোস্টমর্টেম করা হয়েছে অর্থনৈতিক শ্বেতপত্র। যে চিত্র বেরিয়ে এসেছে তা ভয়াবহ। চোখের সামনে বিশাল লুটপাট হয়েছে। অধ্যাপক ইউনূস সব শুনে বলেছেন, আমরা আতঙ্কিত। এ লুটপাটের চিত্র পাঠ্যবইয়ে আসা উচিত।

আরও পড়ুন>>>অর্থনৈতিক দুর্নীতি-অনিয়মের শ্বেতপত্র জমা

তিনি আরও বলেন, এ মহাচুরির বিচার অবশ্যই হবে। পাশাপাশি পাচার হওয়া টাকা ফেরানোর বিষয়ে আমরা প্রতিশ্রুতিবদ্ধ। আমরা সর্বোচ্চভাবে টাকা ফেরানোর চেষ্টা চালিয়ে যাবো।
 
শফিকুল আলম বলেন, টাকা চুরি করে কোথায় নিয়ে গেছে সেটা বের করবে সরকার। টাকা দেশে ফেরানোই সরকারের লক্ষ্য।

আপন দেশ/এমবি

মন্তব্য করুন ।। খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত,আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।

শেয়ার করুনঃ

সর্বশেষ

জনপ্রিয়