
ছবি : সংগৃহীত
বাংলাদেশ পুলিশে আবারো রদবদল করা হয়েছে। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীটির ৪১জন কর্মকর্তাকে বিভিন্ন ইউনিটে পদায়ন করা হয়েছে। এর মধ্যে ৩২ জন অতিরিক্ত পুলিশ সুপার এবং ৯ জন সহকারী পুলিশ সুপার রয়েছে।
রোববার (১ ডিসেম্বর) পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) বাহারুল আলম স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে এই পদায়ন করা হয়। প্রজ্ঞাপনে বলা হয়েছে, এ আদেশ অবিলম্বে কার্যকর হবে।
প্রজ্ঞাপনে এর আগে বদলি আদেশ হয়েছে এমন নয় কর্মকর্তার বদলির আদেশ বাতিল হয়েছে। তারা রোববার প্রকাশিত প্রজ্ঞাপন অনুযায়ী কর্মস্থলে যোগদান করবেন।
আপন দেশ/জেডআই
মন্তব্য করুন ।। খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত,আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।