Apan Desh | আপন দেশ

আজ নতুন নির্বাচন কমিশনের প্রথম সভা 

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ০৯:৪০, ২ ডিসেম্বর ২০২৪

আজ নতুন নির্বাচন কমিশনের প্রথম সভা 

ছবি : সংগৃহীত

নবনিযুক্ত নির্বাচন কমিশনের (ইসি) প্রথম সভা অনুষ্ঠিত হতে যাচ্ছে। রাজধানীর আগারগাঁওয়ের নির্বাচন ভবনে সোমবার (২ ডিসেম্বর) বেলা ১১টায় এ সভা হবে। এতে সভাপতিত্ব করবেন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দীন। সভায় চারজন নির্বাচন কমিশনার, ইসি সচিব, অতিরিক্ত সচিবসহ নির্বাচন কমিশনের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত থাকবেন।

রোববার (১ ডিসেম্বর) ইসি উপসচিব মো. শাহ আলম স্বাক্ষরিত এক অফিস আদেশে এ তথ্য জানানো হয়।

নতুন নির্বাচন কমিশনের প্রথম সভায় ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে নতুন ভোটার তালিকা প্রস্তুত, সংসদীয় আসনের সীমানা নির্ধারণ নিয়ে পাওয়া আপত্তিসহ চার নির্বাচন কমিশনারের নেতৃত্বে চার কমিটি গঠন বিষয় গুরুত্ব পাবে।

সভায় যেসব বিষয়ে আলোচনা হবে-

নির্বাচন কমিশন (কার্যপ্রণালি) বিধিমালা ২০১০-এর বিধি ৩(২)-এর বিধান অনুযায়ী কমিশনের বিভিন্ন কার্যক্রম নিষ্পন্নের জন্য চারজন নির্বাচন কমিশনারের নেতৃত্বে পৃথক ৪টি কমিটি গঠন। ভোটার তালিকা হালনাগাদ কর্মসূচি প্রণয়ন। জাতীয় সংসদের সীমানা নির্ধারণসংক্রান্ত প্রাপ্ত আপত্তিসমূহের বিষয়ে কমিশনকে অবহিতকরণ এবং বিবিধ।

উল্লেখ্য, গত বৃহস্পতিবার (২১ নভেম্বর) সিইসি পদে অবসরপ্রাপ্ত সচিব এ এম এম নাসির উদ্দিনকে নিয়োগ দেন রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন। নির্বাচন কমিশনার হিসেবে নিয়োগ পান সাবেক অতিরিক্ত সচিব মো. আনোয়ারুল ইসলাম সরকার, সাবেক জেলা ও দায়রা জজ আব্দুর রহমানেল মাছউদ, সাবেক যুগ্ম-সচিব তাহমিদা আহমদ এবং ব্রিগেডিয়ার জেনারেল (অব.) আবুল ফজল মো. সানাউল্লাহ।

আপন দেশ/জেডআই

মন্তব্য করুন ।। খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত,আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।

সম্পর্কিত বিষয়:

শেয়ার করুনঃ

সর্বশেষ

জনপ্রিয়