Apan Desh | আপন দেশ

পালানো ৭০০ বন্দী এখনও ধরা পড়েনি: কারা মহাপরিচালক

নিজস্ব প্রতিবদেক

প্রকাশিত: ১৩:৫১, ৪ ডিসেম্বর ২০২৪

আপডেট: ১৩:৫২, ৪ ডিসেম্বর ২০২৪

পালানো ৭০০ বন্দী এখনও ধরা পড়েনি: কারা মহাপরিচালক

রাজধানীর পুরান ঢাকার কারা অধিদপ্তরের বর্তমান কারাগারের পরিস্থিতি নিয়ে সংবাদ সম্মেলন।

গণঅভ্যুত্থানের সময় কারাগার থেকে ৭০০ বন্দী এখনও ধরা পড়েনি। এ তথ্য জানিয়েছে কারা অধিদফতরের কারা মহাপরিচালক ব্রিগেডিয়ার জেনারেল সৈয়দ মোহাম্মদ মোতাহের হোসেন।

তিনি জানান, গণঅভ্যুত্থানের সময় বিভিন্ন কারাগার থেকে ২২ শতাধিক আসামি পালিয়েছিল। এর মধ্যে ১৫০০ মতো বন্দীকে গ্রেফতার করা হয়েছে।

বুধবার (৪ ডিসেম্বর) সকালে রাজধানীর পুরান ঢাকার কারা অধিদপ্তরের বর্তমান কারাগারের পরিস্থিতি নিয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানান।

ব্রিগেডিয়ার জেনারেল সৈয়দ মোহাম্মদ মোতাহের হোসেন বলেন, কারাগার থেকে এখন পর্যন্ত আলোচিত ১৭৪ জন আসামিকে মুক্তি দেয়া হয়েছে। এর মধ্যে ১১ জন শীর্ষ সন্ত্রাসীও মুক্তি পেয়েছে। মুক্তির বিষয়টি সম্পূর্ণ আদালতের। আমরা আদালতের নির্দেশ মানতে বাধ্য। 

আপন দেশ/এমবি

মন্তব্য করুন ।। খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত,আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।

সম্পর্কিত বিষয়:

শেয়ার করুনঃ

সর্বশেষ

জনপ্রিয়