Apan Desh | আপন দেশ

ঢাকায় আসছেন ভারতের পররাষ্ট্র সচিব বিক্রম মিসরি

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ১৭:৫৭, ৪ ডিসেম্বর ২০২৪

আপডেট: ১৮:০০, ৪ ডিসেম্বর ২০২৪

ঢাকায় আসছেন ভারতের পররাষ্ট্র সচিব বিক্রম মিসরি

ছবি: সংগৃহীত

বাংলাদেশ-ভারত সম্পর্কে চলছে টানাপোড়েন। এছাড়া বাংলাদেশ সীমান্তবর্তী ভারতীয় কয়েকটি রাজ্যে চলছে বিক্ষোভ। এমন পরিস্থিতির মধ্যেই বাংলাদেশ সরকারের সঙ্গে আলোচনা করতে ঢাকায় আসছেন ভারতের পররাষ্ট্র সচিব বিক্রম মিসরি।

বুধবার (৪ ডিসেম্বর) এক প্রতিবেদনে ভারতীয় সংবাদমাধ্যম হিন্দুস্তান টাইমস জানায়, ভারতীয় পররাষ্ট্র সচিব আলোচনার জন্য আগামী সপ্তাহেই বাংলাদেশ সফর করবেন বলে আশা করা হচ্ছে। গত আগস্টে শান্তিতে নোবেলজয়ী ড. মুহাম্মদ ইউনূসের অন্তর্বর্তী সরকার ক্ষমতায় আসার পর এটিই ভারতী কোনো জ্যেষ্ঠ কর্মকর্তার প্রথম ঢাকা সফর।

ভারতীয় সংবাদমাধ্যমটি জানিয়েছে, উভয় দেশের কেউই এখনো এ সফরের বিষয়ে আনুষ্ঠানিক কোনো ঘোষণা দেয়নি। তবে নাম না প্রকাশ করার শর্তে এ বিষয়ে অবগত উভয় দেশের কর্মকর্তারা জানিয়েছেন, বিক্রম মিসরি সম্ভবত মঙ্গলবার (১০ ডিসেম্বর) পররাষ্ট্র দপ্তরের বার্ষিক আলোচনার জন্য বাংলাদেশে আসবেন।

হিন্দুস্তান টাইমস বলছে, গত ২৩ সেপ্টেম্বর নিউইয়র্কে জাতিসংঘ সাধারণ পরিষদের অধিবেশনের ফাকে ভারতীয় পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্কর ও বাংলাদেশের পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেনের মধ্যে অনুষ্ঠিত বৈঠকে ভারতীয় পররাষ্ট্র সচিবের ঢাকা সফরের বিষয়ে সিদ্ধান্ত নেয়া হয়েছিল।

ভারতীয় এ সংবাদমাধ্যমটি বলছে, ভারতীয় পররাষ্ট্র সচিব বিক্রম মিসরির এই সফরটি এমন এক সময়ে হতে চলেছে যখন বাংলাদেশ ও ভারতের মধ্যকার সম্পর্কে অভূতপূর্ব উত্তেজনা দেখা দিয়েছে। হিন্দু সংখ্যালঘুদের ওপর কথিত নিপীড়ন এবং রাষ্ট্রদ্রোহের অভিযোগে অভিযুক্ত চিন্ময় কৃষ্ণ দাসকে গ্রেফতারের অভিযোগে বাংলাদেশ সীমান্তবর্তী কয়েকটি ভারতীয় রাজ্যে বিক্ষোভ হচ্ছে।

আপন দেশ/এসএমএস

মন্তব্য করুন ।। খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত,আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।

সম্পর্কিত বিষয়:

শেয়ার করুনঃ

সর্বশেষ

জনপ্রিয়