
বাংলাদেশ পুলিশের মহাপরিদর্শক বাহারুল আলম
জনগণের সঙ্গে পুলিশকে বিনয়ী আচরণ করতে বললেন পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) বাহারুল আলম। বৃহস্পতিবার (৫ ডিসেম্বর) পুলিশ সদর দফতরে আয়োজিত সংবাদ সম্মেলনে তিনি এসব কথা বলেন।
নবনিযুক্ত আইজিপি বলেন, নিরীহ মানুষকে হয়রানি করা পুলিশের কাজ নয়। যদি মামলার আসামি করা হয়, তাকে ধাওয়া করে গ্রেফতারে যাবো না। জনগণের সঙ্গে পুলিশকে বিনয়ী আচরণ করতে হবে।
বাহারুল আলম বলেন, নিরীহ মানুষ হয়রানির শিকার হচ্ছে, বাণিজ্য হচ্ছে, প্রতারণা হচ্ছে, ৫ আগস্ট ঘিরে এসব হচ্ছে। পাইকারিহারে গ্রেফতার করা যাবে না।
এখন আগের মতো গুম-খুন বা আয়নাঘর নেই জানিয়ে পুলিশ প্রধান বলেন, এখন সাংবাদিকদের তথ্য দিতে বাধা নেই। যে সকল পুলিশ সদস্য এখনও আগের সংস্কৃতি মনের মধ্যে লালন করেন তাদের পরিবর্তন হওয়ার আহ্বান জানান তিনি।
বাহারুল আলম বলেন, সাবেক এসবি প্রধান মনিরুল ইসলাম, ডিবি প্রধান হারুন অর রশিদ ও ডিএমপি কমিশনার হাবিবুর রহমানসহ অনেক শীর্ষ পুলিশ কর্মকর্তা পলাতক রয়েছেন। তাদের অবস্থান এখনও শনাক্ত করা যায়নি। তারা দেশে থাকলে খুব শিগ্রই তাদেরকে আইনের আওতায় আনা হবে
আইজিপি বলেন, পুলিশ সংস্কার কমিশনের সুপারিশ বাস্তবায়ন করা হলে জনবান্ধব পুলিশ বাহিনী হয়ে উঠবে বিশ্বাস আমার।
অবাধ সুষ্ঠু নির্বাচনের পরিবেশ তৈরি করতে পুলিশ বাহিনী কাজ করছে বলেও উল্লেখ করেছেন আইজিপি বাহারুল
আপন দেশ/জেডআই
মন্তব্য করুন ।। খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত,আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।