Apan Desh | আপন দেশ

রেলের জমিতে অবৈধ স্থাপনা সরানোর নির্দেশ

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ১৯:০৭, ৫ ডিসেম্বর ২০২৪

রেলের জমিতে অবৈধ স্থাপনা সরানোর নির্দেশ

ছবি: সংগৃহীত

বাংলাদেশ রেলওয়ের জমিতে বিভিন্ন ব্যক্তি, প্রতিষ্ঠানের অবৈধ নির্মিত সব স্থাপনা সরাতে পাঁচ দিনের সময় বেঁধে দিয়েছে রেলপথ মন্ত্রণালয়।

বৃহস্পতিবার (০৫ ডিসেম্বর) এক গণবিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

এতে বলা হয়, সরকার বাংলাদেশ রেলওয়ের অবৈধভাবে দখলকৃত ভূমি দখলমুক্ত করার বিশেষ উদ্যোগ গ্রহণ করেছে। সে লক্ষ্যে বাংলাদেশ রেলওয়ের ভূমিতে বিভিন্ন ব্যক্তি/প্রতিষ্ঠান কর্তৃক অবৈধভাবে নির্মিত সব স্থাপনা/অবকাঠামো আগামী ১০ ডিসেম্বরের মধ্যে নিজ উদ্যোগে অপসারণের জন্য সংশ্লিষ্টদের নির্দেশনা দেয়া হল। উক্ত সময়ের পরে বাংলাদেশ রেলওয়ের ভূমি অবৈধ দখল মুক্তকরণে আইনানুগ কঠোর ব্যবস্থা গ্রহণ করা হবে।

সর্ব সাধারণকে রেলওয়ের সম্পত্তি রক্ষার্থে সহযোগিতা করার জন্য অনুরোধ করা হয়েছে।

আপন দেশ/এসএমএস

মন্তব্য করুন ।। খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত,আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।

সম্পর্কিত বিষয়:

শেয়ার করুনঃ

সর্বশেষ

জনপ্রিয়