Apan Desh | আপন দেশ

কাজী নজরুল ইসলামকে জাতীয় কবি খেতাব দেয়া হচ্ছে

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ২০:১৮, ৫ ডিসেম্বর ২০২৪

কাজী নজরুল ইসলামকে জাতীয় কবি খেতাব দেয়া হচ্ছে

ছবি সংগৃহীত

বিদ্রোহী কবি কাজী নজরুল ইসলামকে জাতীয় কবি হিসেবে ভূষিত করা হচ্ছে। এ বিষয়ে গেজেট প্রকাশের প্রস্তাব অনুমোদন দিয়েছে উপদেষ্টা পরিষদ। বৃহস্পতিবার (৫ ডিসেম্বর) দুপুরে উপদেষ্টা পরিষদের বৈঠকে এ অনুমোদন দেয়া হয়েছে। পরে এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করা হয়েছে।

মন্ত্রিপরিষদ বিভাগের সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, কবি কাজী নজরুল ইসলামকে ‘জাতীয় কবি’ হিসেবে ভূষিত করে গেজেট প্রকাশের প্রস্তাব অনুমোদন দেয়া হয়েছে।

এত দিন মুখে মুখে প্রেম ও দ্রোহের কবি কাজী নজরুলকে জাতীয় কবির স্বীকৃতি দেয়া হয়েছিল। তবে এর কোনো দালিলিক ভিত্তি ছিল না। অবশেষে কবি কাজী নজরুল ইসলামকে জাতীয় কবির মর্যাদা দিয়ে গেজেট হতে যাচ্ছে।

আপন দেশ/এবি

মন্তব্য করুন ।। খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত,আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।

শেয়ার করুনঃ

সর্বশেষ

জনপ্রিয়