Apan Desh | আপন দেশ

ভারতকে ভয় পায় না বাংলাদেশ: মৎস্য উপদেষ্টা

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ১৫:৫৫, ৭ ডিসেম্বর ২০২৪

আপডেট: ১৫:৫৮, ৭ ডিসেম্বর ২০২৪

ভারতকে ভয় পায় না বাংলাদেশ: মৎস্য উপদেষ্টা

ছবি: সংগৃহীত

ভারত বাংলাদেশকে নিয়ে মিথ্যাচার করছে, ভয় দেখাচ্ছে। তবে ভারতকে বাংলাদেশ ভয় পায় না বলে মন্তব্য করেছেন মৎস্য ও প্রাণিসম্পদ উপদেষ্টা ফরিদা আখতার।

শনিবার (০৭ ডিসেম্বর) দুপুরে ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে (ডিআরইউ) গণ-আকাঙ্খা মঞ্চের উদ্যোগে আয়োজিত গণ-আকাঙ্খা, গণ-অভ্যুত্থান প্রত্যাশা, প্রাপ্তি ও বর্তমান পরিস্থিতি পর্যালোচনা শীর্ষক মতবিনিময় সভায় যোগ দিয়ে এ কথা বলেন উপদেষ্টা।

এ সময় বিভিন্ন রাজনৈতিক দলের উদ্দেশে উপদেষ্টা বলেন, দ্বায়িত্ব নিতে পারলে নির্বাচনে আসেন। ক্ষমতায় থাকতে চাইলে নির্বাচনে আসার দরকার নেই। ফরিদা আখতার বলেন, এ দেশের মাটিতে শেখ হাসিনার বিচার করা হবে। যে কোনো মূল্যে হাসিনাকে দেশে ফিরিয়ে আনা হবে।

পণ্য আমদানি করে নয়, পণ্যের উৎপাদন বাড়ানোর তগিদ দিয়ে উপদেষ্টা বলেন, কৃষিকে আরও সম্প্রসারিত করা হবে।

আপন দেশ/এসএমএস

মন্তব্য করুন ।। খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত,আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।

শেয়ার করুনঃ

সর্বশেষ

জনপ্রিয়