Apan Desh | আপন দেশ

অবৈধ বিদেশিদের যে বার্তা দিল স্বরাষ্ট্র মন্ত্রণালয়

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ১৪:৫৯, ৮ ডিসেম্বর ২০২৪

অবৈধ বিদেশিদের যে বার্তা দিল স্বরাষ্ট্র মন্ত্রণালয়

ছবি : সংগৃহীত

বাংলাদেশে অবস্থানরত অবৈধ বিদেশি নাগরিকদের বিষয়ে সতর্কতা জারি করেছে স্বরাষ্ট্র মন্ত্রণালয়। তাদের দ্রুত বৈধ কাগজপত্র সংগ্রহ করতে বলা হয়েছে। রোববার (৮ ডিসেম্বর) স্বরাষ্ট্র মন্ত্রণালয় থেকে জারি করা এক সতর্কীকরণ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, অনেক বিদেশি নাগরিক বাংলাদেশে অবৈধভাবে অবস্থান বা কর্মরত রয়েছে। সে সকল বিদেশি নাগরিকদের অবিলম্বে প্রয়োজনীয় কাগজপত্রসহ বৈধতা অর্জনের জন্য অনুরোধ করা হলো।

অন্যথায় বাংলাদেশে অবৈধভাবে অবস্থান বা কর্মরত বিদেশিদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেয়া হবে বলে জানায় মন্ত্রণালয়।

বিজ্ঞপ্তিতে সই করেছেন স্বরাষ্ট্র মন্ত্রণালয় সংক্রান্ত প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী মো. খোদা বখস চৌধুরী ও মন্ত্রণালয়ের সিনিয়র সচিব ড. মোহাম্মদ আবদুল মোমেন।

আপন দেশ/জেডআই

মন্তব্য করুন ।। খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত,আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।

শেয়ার করুনঃ

সর্বশেষ

জনপ্রিয়